ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের হামলায় রোহিঙ্গা নিহত

প্রকাশিত: ২২:২৪, ৫ সেপ্টেম্বর ২০২০

রোহিঙ্গাদের হামলায় রোহিঙ্গা নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে পানি নেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও ঝগড়ার জেরে হামলা চালিয়ে এক রোহিঙ্গা যুবককে হত্যা করেছে অপর রোহিঙ্গারা। বৃহস্পতিবার রাতে সন্ত্রাসী রোহিঙ্গাদের হামলায় আহত রোহিঙ্গা কক্সবাজার সদর হাসপাতালে শুক্রবার সকালে মারা যায়। নিহত নুর আলম চাকমারকুলের ২১ নম্বর ক্যাম্পের ব্লক-আই ২-এর মৃত নুর হোসেনের পুত্র। এপিবিএন পুলিশ সুপার মোঃ হেমায়েতুল ইসলাম জানান, পানি নেয়াকে কেন্দ্র করে চাকমারকুলের ২১ নম্বর ক্যাম্পের ব্লক-আই ২-এর ৩৮৮ নম্বর কক্ষে আশ্রিত রোহিঙ্গা কাজলীর সঙ্গে প্রতিবেশী জান্নাত আরার কথা কাটাকাটি ও ঝগড়া হয়। পরে রাতে জান্নাতের পক্ষের ৭-৮ জন রোহিঙ্গা কাজলীর স্বামী নুর আলমকে ঘর থেকে ডেকে তার ওপর হামলা চালায়। সে সময় গুরুতর আহত হলে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
×