ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামের উলিপুরে সেলিম আল দীন পাঠাগার উদ্বোধন

প্রকাশিত: ২১:০৪, ২ সেপ্টেম্বর ২০২০

কুড়িগ্রামের উলিপুরে সেলিম আল দীন পাঠাগার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কমিটির আয়োজনে উলিপুর উপজেলায় মহারানী স্বর্ণময়ী স্কুল এ্যান্ড কলেজে ‘সেলিম আল দীন পাঠাগার’ উদ্বোধন করা করা হয়েছে। শনিবার বেলা ১১টায় পাঠাগার উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না। কলেজের অধ্যক্ষ আব্দুল কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটার আন্তর্জাতিক সম্পাদক আব্দুল হান্নান, তথ্য-গবেষণা ও প্রযুক্তি সম্পাদক জুলফিকার চঞ্চল, কুড়িগ্রাম থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান লিঙ্কন, শিক্ষক স. ম আল মামুন সবুজ, তোফাজ্জল হোসেন, পারভীন আক্তার প্রমুখ। অনুষ্ঠানে তৌফিক হাসান ময়না বলেন, বাংলা নাটকের বরপুত্র ড. সেলিম আল দীন তার পিতার বদলির কারণে দ্বিতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত এই মহারানী স্বর্ণময়ী স্কুলে পড়েছেন। এ কারণে তার স্মৃতি ধরে রাখতে গত বছর সেলিম আল দীনের জন্ম উৎসবে এই স্কুলে সেলিম আল দীন পাঠাগার করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। আজ সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হলো। অনুষ্ঠান শেষে উলিপুর, লালমনিরহাটসহ গ্রাম থিয়েটারের ১২টি সংগঠনের কর্মীদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় এই জনপদের লোক সংস্কৃতিকে আরও উজ্জীবিত করতে আহ্বান জানানো হয়।
×