ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

প্রকাশিত: ২১:২৪, ৪ জুলাই ২০২০

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ ভারত থেকে মাদক নিয়ে ফেরার সময় বেনাপোলের ধান্যখোলা সীমান্তে শুক্রবার ভোরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। নিহত রিয়াজুলের (৩২) দেহে গুলির চিহ্ন রয়েছে। তিনি ধান্যখোলা গ্রামের কাটু মোড়লের ছেলে। বিজিবি জানায়, সীমান্তের ২৬ মেইন পিলার হতে ৩ নম্বর ‘টি পিলারে’র কাছে মরদেহটি পড়েছিল। মরদেহের পাশেই ছিল ৫ কেজি গাঁজা। ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধানখোলা বিজিবি ক্যাম্পের সুবেদার সারোয়ার হোসেন জানান, শুক্রবার ভোরে রিয়াজুল মাদক নিয়ে দেশে ফিরে আসার সময় ভারতের বাঁশঘাটা ক্যাম্পের বিএসএফের একটি টহল দল তাকে গুলি করে হত্যা করে মরদেহ সীমান্তের এপারে ফেলে রেখে যায়। সকালের দিকে মাঠে কাজ করতে গিয়ে লোকজন মরদেহটি দেখে বিজিবিকে খবর দেয়।
×