ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সৈয়দপুর মেয়রের নির্দেশ প্রত্যাহার দাবিতে ঘেরাও

প্রকাশিত: ২১:৪৪, ১২ জুন ২০২০

সৈয়দপুর মেয়রের নির্দেশ প্রত্যাহার দাবিতে ঘেরাও

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পৌর মেয়রের নির্দেশ প্রত্যাহারের দাবি তুলে কাফনের কাপড় পরে সৈয়দপুর পৌর পাইকারি কাঁচা সবজি আড়ৎখানার ব্যবসায়ীরা সৈয়দপুর পৌরসভা কার্যালয় ঘেরাও করে। বৃহস্পতিবার বেলা ১১টায় পৌর কার্যালয়ে যান তারা। এ সময় সংগঠনের পক্ষ থেকে সৈয়দপুর পৌরসভা মেয়র বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। জানা যায়, চলমান বৈশ্বিক কারোনাভাইরাসের সংক্রমণ রোধে ও জনসমাগম এড়াতে এবং সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্য বিধি মেনে বেচাবিক্রির উদ্দেশে সৈয়দপুর শহরের নয়াবাজার পৌর পাইকারি কাঁচা সবজি আড়তটি সৈয়দপুর-দিনাজপুর বাইপাস মহাসড়কের পাশে মিস্ত্রিপাড়ায় স্থানান্তর করা হয়। উপজেলা প্রশাসনের নির্দেশে গত ১৩ মে সেখানে স্থানান্তর করা হয় কাঁচাবাজারটি। তখন থেকে সেখানে কাঁচাবাজারটি চলছে। এ অবস্থায় গত বুধবার পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা দেয়া হয় যে সৈয়দপুর বাইপাস মহাসড়কের পাশে শহরের মিস্ত্রিপাড়ায় স্থানান্তরিত পৌর পাইকারি সবজি আড়তে কৃষিপণ্যের বেচাবিক্রি করতে হবে। আগামী ১৩ জুনের মধ্যে সকল আড়তদার ব্যবসায়ীকে এ নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। অন্যথায় এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা বলা হয়। ফলে সবজি ব্যবসায়ীরা বৃহস্পতিবার পৌর মেয়রের ওই নির্দেশের প্রতিবাদে কাফনের কাপড় পরে আন্দোলনে নামে। এ সময় পৌর মেয়র বলেন, উপজেলা প্রশাসন, পৌর পরিষদ ও পাইকারি সবজি ব্যবসায়ীদের সঙ্গে আলাপ-আলোচনা করে বিষয়টির সুষ্ঠু সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে।
×