ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে সেতু ধসে যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ২০:৫২, ৩ জুন ২০২০

মুন্সীগঞ্জে সেতু ধসে যোগাযোগ বন্ধ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ঢাকা-দিঘিরপাড় সড়কের পুরা বাজার বেইলি ব্রিজ কাঠের গুঁড়ি ভর্তি ট্রাকসহ ধসে পড়েছে। টঙ্গীবাড়ি উপজেলার পুরা বাজারে সোমবার সকাল ৮টার দিকে ব্রিজটি ধসে পড়ে। এতে দিঘিরপাড় ও আশপাশের এলাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী কবির হালদার জানান, ট্রাকের গুড়ি ভর্তি একটা ট্রাক ব্রিজ অতিক্রম করার সময় বিকট শব্দে ব্রিজটি ধসে পড়ে। তবে ড্রাইভার ও হেলপার অক্ষতাবস্থায় উঠে আসতে সক্ষম হয়েছে। ট্রাকসহ ব্রিজটি এখন খাদে পড়ে আছে। লোকজন এখন ট্রলারে করে পার হচ্ছে। কিন্তু গুরুত্বপূর্ণ এ সড়কটি যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দিঘিরপাড় ও এর আশপাশ ছাড়াও শরিয়তপুর জেলার বেশ কিছু এলাকার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে এলাকার মানুষ নানাভাবে বিড়ম্বনায় পড়েছে। টঙ্গীবাড়ি থানার ওসি শাহ মোঃ আওলাদ হোসেন জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থালে আছেন। ট্রাকটি দ্রুত উদ্ধার এবং সড়কটি সচল করার জন্য চেষ্টা করা হচ্ছে। এটি সড়ক ও জনপথের সেতু। ফরিদপুরে ৬৫ ঢাল-সড়কি উদ্ধার নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২ জুন ॥ ভাঙ্গায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এ অভিযানে খবর আগে জানাজানি হওয়ায় ওই বাড়িতে কোন ব্যক্তিকে খুঁজে যাওয়া যায়নি। জনশূন্য বাড়ি থেকে পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার দুপুর ২টার দিকে ভাঙ্গা পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের অধীনে পূর্ব সদরদী মহল্লার বাস্তখোলা এলাকার মুন্নু মাতুব্বরের (৪৮) বাড়ি থেকে দেশীয় এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
×