ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিরোধী দলের সঙ্গে কথা বলছেন না প্রধানমন্ত্রী ॥ ফখরুল

প্রকাশিত: ১০:২৬, ২৪ এপ্রিল ২০২০

বিরোধী দলের সঙ্গে কথা বলছেন না প্রধানমন্ত্রী ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ করোনা মহামারী পরিস্থিতি মোকাবেলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সে দেশের বিরোধী দলের সঙ্গে কথা বলেছেন। একইভাবে আমাদের প্রধানমন্ত্রীও বিরোধী দলকে ডাকতে পারতেন এবং কথা বলতে পারতেন। বিরোধী দলের সবাইকে ডেকে পরামর্শ করে সমস্যা মোকাবেলা করতে পারতেন। কিন্তু তিনি বিরোধী দলের সঙ্গে কথা বলছেন না। বৃহস্পতিবার উত্তরার বাসা থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিএনপির জাতীয় ঐক্য বা টাস্কফোর্স গঠনের প্রস্তাব প্রসঙ্গে ফখরুল বলেন, সরকার একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে বলেই আমাদের প্রস্তাব গ্রহণ করছে না। আমাদের প্রস্তাব অনুসারে বিশেষজ্ঞ, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের মানুষ নিয়ে জাতীয় টাস্কফোর্স গঠন করে করোনা মহামারী পরিস্থিতিতে যাবতীয় সমস্যার মোকাবেলা করা যেতে পারে। তিনি বলেন, করোনা রোগের একটি প্রধান উপকরণ হচ্ছে ভেন্টিলেটর। কারণ, করোনাভাইরাসটি যখন ফুসফুসে চলে যায় তখন শ্বাসকষ্ট তৈরি হয়। এই শ্বাসকষ্ট দূর করতে ভেন্টিলেটর প্রয়োজন হয়। কিন্তু আমাদের দেশে পর্যাপ্ত ভেন্টিলেটর নেই। আর ভেন্টিলেটর ব্যবহার করেও ভাল ফল পাওয়া যাচ্ছে না। জানা যায় ৯ জন করোনা রোগীকে ভেন্টিলেটার দেয়া হয়েছিল তার মধ্যে ৮জন মারা গেছে। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সরকার না চাইলে বিরোধী দল কিভাবে কাজ করবে। ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল সংবিধান পরিপন্থী- রিজভী ॥ মহামারী করোনাভাইরাসের চিকিৎসায় ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল করা সংবিধান পরিপন্থী কাজ বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুর উদ্যোগে ঢাকার অদূরে সিরাজদিখানে দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ অভিযোগ করেন।
×