ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউর ফিভার ক্লিনিকে আরও ৩৩০ রোগীকে চিকিৎসাসেবা

প্রকাশিত: ১০:২৫, ২৪ এপ্রিল ২০২০

বিএসএমএমইউর ফিভার ক্লিনিকে আরও ৩৩০ রোগীকে চিকিৎসাসেবা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়ার নির্দেশে বিশেষ ব্যবস্থাপনায় বেতার ভবনের নিচ তলায় স্থাপিত ফিভার ক্লিনিকে বৃহস্পতিবার ৩৩০ রোগীর চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এ নিয়ে মোট ৩৪৭৬ রোগীর চিকিৎসা প্রদান করা হলো। ২১ মার্চ এই ফিভারক্লিনিক চালু করা হয়। অন্যদিকে ১ এপ্রিল একই ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনাভাইরাস ল্যাবরেটরিতে বৃহস্পতিবারের ৩৫৩ জনসহ এ পর্যন্ত ২৭৮৮ রোগীর স্যাম্পল করোনাভাইরাস শনাক্তের জন্য সংগ্রহ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়ার নির্দেশনায় বর্তমান প্রশাসনের সার্বিক সহায়তায় রোগীদের সুবিধার্থে ইতোমধ্যে চালু করা হেল্প লাইন, জরুরী বিভাগসমূহে চিকিৎসাসেবা প্রদান, বিশ^বিদ্যালয়ের বিশেষজ্ঞদের পরিচালিত ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ সেবাও অব্যাহত রয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগেও চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ এর অংশ হিসেবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে চোখ রাখুন একাত্তর টিভিতে বিকেল ৩টা ১৫ মিনিট ও বিকেল ৫টা ৩০ মিনিটে এবং রাত ৯টায় চোখ রাখুন আর টিভিতে। -বিজ্ঞপ্তি
×