ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

করোনা প্রতিরোধে ডিরেক্টরস গিল্ডের উদ্যোগ

প্রকাশিত: ১০:২৫, ২১ এপ্রিল ২০২০

করোনা প্রতিরোধে ডিরেক্টরস গিল্ডের উদ্যোগ

স্টাফ রিপোর্টার ॥ প্রাণঘাতী কোভিড ১৯’র ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে। এ ভাইরাসের দাপটে কাঁপছে বিশ্ব। দিশেহারা হয়ে পড়েছে মানুষ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত মানুষের সংখ্যাও। স্তব্ধ হয়ে গেছে দেশের সংস্কৃতি অঙ্গন। হলে নেই সিনেমা, মঞ্চে নেই নাটক, গান, আবৃত্তি। ঘরবন্দী মানুষের একমাত্র আশার সলতে হয়ে আছে টেলিভিশন। সেটাও যে কত সময় মানুষকে স্বস্তি দিতে পারবে এটা নিয়ে সংশয় বিরাজ করছে সংশ্লিষ্টদের মনে। কারণ এই মুহূর্তে নতুন করে নাটক তৈরি করার সুযোগ নেই বললেই চলে। টেলিভিশনের সঙ্গে সংশ্লিষ্টরা অনেকেই এরইমধ্যে বেকার হয়ে পড়েছে। এমন সময় টেলিভিশন মিডিয়ার সব সংগঠনের সদস্যদের জন্য নতুন এক উদ্যোগ নিয়েছে নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। করোনাভাইরাসে আক্রান্ত টিভি মিডিয়ার সদস্যদের সেবার জন্য একটি স্বেচ্ছাসেবক দল তৈরি করেছে ছোট পর্দার নির্মাতাদের এই সংগঠনটি। বিষয়টি নিশ্চিত করেছেন গিল্ডের সভাপতি সালাহ্উদ্দীন লাভলু ও সাধারণ সম্পাদক এস এ হক অলিক। সালাহ্উদ্দীন লাভলু জানান, সরকার ঘোষিত নিয়ম মেনে এবং নিজেকে নিরাপদ রেখে টেলিভিশন মিডিয়ার সব সংগঠনের সদস্যদের প্রয়োজনে চিকিৎসা সেবা পেতে সহযোগিতা করবে এই স্বেচ্ছাসেবক দল। এ জন্য নিরাপত্তা সামগ্রী পিপিই, মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ডিরেক্টরস গিল্ড প্রদান করবে।
×