ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

প্রধান বন সংরক্ষক হলেন আমীর চৌধুরী

প্রকাশিত: ০৯:০৯, ২০ এপ্রিল ২০২০

প্রধান বন সংরক্ষক হলেন আমীর চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ বন অধিদফতরের উপপ্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী দেশের প্রধান বন সংরক্ষক (সিসিএফ) হিসেবে যোগদান করেছেন। সম্প্রতি তিনি সিসিএফ হিসেবে মোহাম্মদ শফিউল আলম চৌধুরীর স্থলাভিষুক্ত হন। এর আগে আমীর চৌধুরী বিভাগীয় বন কর্মকর্তা ও বন সংরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ২২তম বিসিএস (বন) ক্যাডারে প্রথম স্থান অধিকার করে ২০০৩ সালে তিনি সহকারী বন সংরক্ষক পদে যোগদান করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী নেয়া আমীর চৌধুরী ২০১২ সালে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে বন্যপ্রাণি ব্যবস্থাপনা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নেন। আমীর চৌধুরী জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্য ও বন্যপ্রাণি সংরক্ষণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করবেন। তিনি ১৯৭৪ সালে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জন্মগ্রহণ করেন।
×