ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সুরক্ষা সরঞ্জামে সজ্জিত হয়ে রোগীদের পাশে দাঁড়ান ॥ ডাঃ কনক কান্তি বড়ুয়া

প্রকাশিত: ১২:২৩, ১৩ এপ্রিল ২০২০

 সুরক্ষা সরঞ্জামে সজ্জিত হয়ে রোগীদের পাশে  দাঁড়ান ॥  ডাঃ কনক কান্তি বড়ুয়া

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া শনিবার এক বিবৃতিতে করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে দেশের চিকিৎসক সমাজের প্রতি প্রোটেকটিভ ইকুইপমেন্টে (সুরক্ষা সরঞ্জামে) সজ্জিত হয়ে অভিজ্ঞতা ও মানবিকতা নিয়ে রোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে যেমন আমরা জয়ী হয়েছিলাম, ঠিক তেমনই তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবার আমরা করোনা সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছি। এই যুদ্ধে চিকিৎসক, নার্স ও অন্যান্য সেবা কর্মীরা হচ্ছেন অগ্রবর্তী বাহিনী। প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুরো জাতি আপনাদের সঙ্গে আছে। এই যুদ্ধে জয়ী হওয়ার কোন বিকল্প নেই। পর্যাপ্ত প্রোটেকটিভ ইকুইপমেন্ট সজ্জিত হয়ে আপনাদের জ্ঞান, অভিজ্ঞতা ও মানবিকতা নিয়ে রোগীদের পাশে দাঁড়ান। মনে রাখবেন, করোনা আক্রান্ত রোগীরা আমাদের কারও না কারওর আপনজন এবং তাদের এই বিপদে আমরা চিকিৎসক সমাজ দূরে থাকতে পারি না। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।’ – বিজ্ঞপ্তি
×