ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

করোনা মোকাবেলায় সরকার লড়ছে, অন্যরা কোথায়?

প্রকাশিত: ০৯:৩৬, ৫ এপ্রিল ২০২০

 করোনা মোকাবেলায় সরকার লড়ছে, অন্যরা কোথায়?

মোয়াজ্জেমুল হক, চট্টগ্রাম অফিস ॥ প্রাণঘাতী করোনা (কোভিড-১৯) ভাইরাস সংক্রমণের কারণে বিশ^জুড়ে মৃত্যুর মিছিল ক্রমশ বাড়ছে। পৃথিবী সম্ভবত এত বড় বিপর্যয় মোকাবেলায় এই প্রথম আবর্তিত হয়েছে। ইতোমধ্যে জাতিসংঘসহ বিভিন্ন দেশের বিভিন্ন গবেষকদের নানা হুঁশিয়ারি, আহ্বান, সতর্কতামূলক ব্যবস্থার কথা চাউর হয়েছে। মানবতার এত বড় বিপর্যয়মুখী পরিস্থিতি মোকাবেলা পৃথিবীর জন্য সম্ভবত এই প্রথম। যেভাবে সতর্ককারীদের হুঁশিয়ারি ইতোমধ্যে প্রকাশ হয়েছে বাস্তবিক অর্থে যদি পরিস্থিতি সেদিকে গড়ায় তা পৃথিবী নামের ছোট এ গ্রহের মানুষদের জন্য হবে অকল্পনীয়। ব্যাপকভাবে, স্বল্পভাবে আক্রান্ত বা এখনও হাতেগোনা যে ক’টি দেশ আক্রান্ত হয়নি এদের সকলেই এখন রীতিমত লকডাউন, কোয়ারেন্টাইন, হোমকোয়ারেন্টাইন, আক্রান্তদের আইসোলেশন নিয়ে হিমশিম খাচ্ছে। ইতোমধ্যে মৃতের সংখ্যা বিশ^ব্যাপী ৬০ হাজারে পৌঁছেছে। আর আক্রান্তের সংখ্যা ১১ লক্ষাধিক। এ সংখ্যা ক্রমেই জ্যামিতিক হারে বেড়ে চলেছে। এই ভাইরাস প্রতিরোধে এখনও পর্যন্ত কোন প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। তবে বিভিন্ন দেশ এর গবেষণা থেকে পিছিয়েও নেই। এ ধরনের পরিস্থিতি বাংলাদেশও মোকাবেলা করছে। পুরোদেশ ইতোমধ্যে রীতিমত স্তব্ধ হয়ে আছে। সরকার সকল পর্যায়ে সম্ভাব্য সকল প্রস্তুতি নিয়ে কার্যক্রমও শুরু করেছে। কিন্তু বিস্ময়কর হলেও লক্ষ্যণীয় যে, একটি সরকারের পক্ষে এককভাবে এ সঙ্কট মোকাবেলা আদৌ সম্ভব যে নয়, তা বিশে^র আক্রান্ত বিভিন্ন দেশ থেকে উদাহরণ সৃষ্টি হয়েছে। গণতান্ত্রিক এদেশে বিভিন্ন দল ও মতের বিষয়টি লক্ষ্যণীয় একটি ব্যাপার হচ্ছে এখনও এ প্রাণঘাতী ভাইরাস থেকে মানুষকে রক্ষার্থে সরকার ব্যতীত বিভিন্ন দলের সাংগঠনিক তৎপরতা বহির্প্রকাশ না ঘটায় সংশ্লিষ্ট সকল মহলে বিস্ময় সৃষ্টি করেছে। একথা অনস্বীকার্য যে, বর্তমান সরকারী দল ও এর নেতৃত্বাধীন জোটের পরে রাজনৈতিকভাবে বিএনপি এবং এর নেতৃত্বাধীন জোটের অবস্থান রয়েছে। সরকারী আহ্বান পেলে বিএনপি এ সঙ্কট মোকাবেলায় যুক্ত হতে পারে বলে একটি বক্তব্য দিয়ে শনিবার এ দলটির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনের মাধ্যমে করোনা মোকাবেলায় সরকারের কাছ থেকে ৮৭ হাজার কোটি টাকার অর্থ বরাদ্দের একটি প্যাকেজ প্রস্তাবনা দিয়েছেন। এছাড়া তিনি সরকার পক্ষে রোগ পরীক্ষা ও আক্রান্তের পরিসংখ্যানের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব তার দীর্ঘ প্যাকেজ প্রস্তাবনায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী নানা পদক্ষেপ গ্রহণের প্রস্তাবও পেশ করেছেন। কিন্তু সংশ্লিষ্ট মহলগুলোতে জিজ্ঞাসার সৃষ্টি হয়েছে এই বলে যে, করোনা মোকাবেলায় সরকার গত ২৬ মার্চ থেকে ছুটি ঘোষণাসহ সম্ভাব্য স্থানগুলোকে লকডাউন, চিকিৎসকদের জন্য পিপিই (পার্সোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্টস) সরবরাহ, দেশজুড়ে বিভিন্ন হাসপাতালে করোনা রোগীদের জন্য আইসোলেশন বেড সৃষ্টি করা এবং বিভাগীয় শহরগুলোতে রোগ শনাক্তের পরীক্ষা কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছে। প্রতি উপজেলা থেকে সন্দেহজনক রোগীদের স্যাম্পল গ্রহণ করে পরীক্ষা করার নির্দেশনা প্রদান করেছেন খোদ প্রধানমন্ত্রী। আজ রবিবার প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন আহ্বান করেছেন। ধারণা করা হচ্ছে, করোনা পরিস্থিতিতে তিনি সরকারের বর্তমান ও আগামী যাবতীয় পরিকল্পনা জানাবেন। এ ধরনের পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে অনেকটা জনবিচ্ছিন্ন হয়ে থাকা দল বিএনপি ও এর নেতৃত্বাধীন জোটসমূহ সরকারকে বাস্তবিক অর্থে কার্যকর সহায়তামূলক কোন কার্যক্রম হাতে নেয়নি। তড়িঘড়ি করে শনিবার বিএনপির পক্ষে করোনা মোকাবেলায় সরকারকে ঢাউস আকৃতির অর্থ বরাদ্দের একটি প্রস্তাবনা পেশ করেছেন। বিএনপির এ তৎপরতা বিশেষজ্ঞ বিভিন্ন মহলে নানা প্রশ্নের সৃষ্টি করেছে। এদিকে, করোনা পরিস্থিতিতে সরকারের পাশাপাশি বেসরকারী পর্যায়ের বিভিন্ন শিল্পগ্রুপ, বিত্তশালীরা ইতোমধ্যে মাঠে নেমেছে। খেটে খাওয়া মানুষদের মাঝে বিচ্ছিন্নভাবে ত্রাণ সহায়তা প্রদান শুরু করেছে। কিন্তু লক্ষ্যণীয় ব্যাপার হচ্ছে, দেশের বিভিন্ন এলাকায় সরকারদলীয় বিভিন্ন পর্যায়ে নেতারা নিজ নিজ উদ্যোগে এ কাজে লিপ্ত হয়ে গেছেন। তবে বিএনপিসহ বড় রাজনৈতিক দলগুলোর পক্ষে এ তৎপরতা এখনও লক্ষ্যণীয় নয়। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, পুরো বিশ^ যেখানে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মহাবিপর্যয়ে পড়েছে এবং বাংলাদেশে এখনও এর সংক্রমণ মহামারী রূপ নেয়নি, তবে আক্রান্ত এবং মৃতের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এ অবস্থায় রাজনৈতিক দলগুলোর সম্মিলিত উদ্যোগ এবং কার্যকর তৎপরতা সকলের কাছে কাম্য। কিন্তু বিষয়টি এখনও কেন যে লক্ষ্যণীয় নয় সেটি নিয়ে সংশ্লিষ্ট মহলগুলোতে প্রশ্নের পর প্রশ্নের উদ্রেক করছে। বেসরকারী পরিসংখ্যান অনুযায়ী, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত নেতৃবৃন্দের সম্মিলিত প্রয়াস ভয়াল করোনাভাইরাস সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে বড় ধরনের সহায়তা যে করবে তাতে কোন সন্দেহ নেই। সরকার পক্ষে কোন দলকে তো বারণ করা হয়নি। অথচ, তাদের মাঝে বিষয়টি নিয়ে লক্ষ্যণীয় কোন তৎপরতা নেই বললেই চলে। বিষয়টি বিস্ময়করও বটে।
×