ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

তাপপ্রবাহের পর রাজধানীতে হঠাৎ বৃষ্টি

প্রকাশিত: ০৯:৪৫, ৩ এপ্রিল ২০২০

  তাপপ্রবাহের পর রাজধানীতে হঠাৎ বৃষ্টি

স্টাফ রিপোর্টার ॥ প্রায় সপ্তাহব্যাপী তাপপ্রবাহের পর রাজধানীতে হঠাৎ বৃষ্টি জনমনে প্রশান্তি বয়ে এনে দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আকাশ ঢেকে যায় কালবৈশাখীর মেঘে। সামান্য ঝড়ো হাওয়া শেষে শুরু হয় হালকা বৃষ্টিপাত। পরিমাণে কম হলেও সামান্য এই বৃষ্টিপাতে স্বস্তির পরশ বুলিয়ে দিয়ে যায়। আবহাওয়া অফিস জানিয়েছে এপ্রিল মাসের শুরুতে সারাদেশে ঝড়ো আবহাওয়া বিরাজ করছে। এই অবস্থায় আজকেও দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় হানা দিতে পারে। এদিকে রাজধানীতে সামান্য বৃষ্টিপাত হলেও দেশের অনেক জায়গায় এখনও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগের দিনের চেয়ে তাপমাত্র আর বেড়ে বৃহস্পতিবার ৩৮.৫ ডিগ্রী সেলসিয়াসে ওঠে গেছে। এটির আর বাড়তে পারে। তারা জানায় রাঙ্গামাটি, চাঁদপুর, মাইজদীকোট, শ্রীমঙ্গল, সৈয়দপুর বরিশাল অঞ্চলসহ ঢাকা রাজশাহী এবং খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও তা অব্যাহত থাকবে। তারা জানায় আগামী দুএকদিন এই তাপমাত্রা সামান্য বাড়বে। এরপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কালবৈশাখীর ঝড় বয়ে যেতে পারে দেশের বিভিন্ন স্থানের উপর দিয়ে। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম ভাগের দু’এক স্থানে অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে, একই সঙ্গে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে। এই পূর্বভাস প্রচারের সঙ্গে সঙ্গে রাজধানীতে বিকেল চারটা থেকে শুরু হয় হঠাৎ ঝড়ো হাওয়া। সঙ্গে সামান্য বৃষ্টিপাত। তবে এটি বেশিক্ষণ স্থায়ী না হলে বৃষ্টির কারণে অব্যাহত থাকার প্রচন্ড গরম হাত থেকে কিছুটা রেহাই মেলে। তবে এদিন রাজধানীর তাপমাত্রা প্রায় ২ ডিগ্রী সেলসিয়াস বেড়ে যায়। আগের দিন যেখানে রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রী সেলসিয়াস সেখানে একদিনের ব্যবধানে বেড়ে দাঁড়ায় ৩৬.৭ ডিগ্রী সেলসিয়াস। তবে সারাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও দুএকদিন অব্যাহত থাকলেও আগামী সপ্তাহে আরও বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই সময়ে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর আভাস রয়েছে। তারা জানায় ৮ থেকে ১০ এপ্রিলের মধ্যে বৃষ্টিপাতের সম্ভবা রয়েছে। বৃষ্টিপাত হলে তাপমাত্রা কমে আসবে। মিলবে গরমের হাত থেকে মুক্তি। তবে বৈশাখের শুরুতে আবার তাপমাত্রা বেড়ে যাবে। আবহাওয়া অধিদফতরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে দেশের উপর দিয়ে শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ। এটি দুএকদিন অব্যাহত থাকতে পারে। এরপরই আগামী সপ্তাহের মধ্যে বৃষ্টির দেখা মিলতে পারে। তিনি জানান বৈশাখ শুরু হওয়ার পর বা এপ্রিলের শেষ নাগাদ তাপমাত্রা আরও বাড়বে। তবে তা তীব্র আকার ধারণ করতে নাও পারে। এদিকে এই মাসের শেষের দিকে একটি ঘূর্ণিঝড়ের আভাসও দিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া এই দীর্ঘমেয়াদী পূর্বভাসে উল্লেখ করা হয়েছে এপ্রিল মাসে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াসের উপরে) এবং অন্য স্থানগুলোতে ১-২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ (৩৮-৪০ ডিগ্রী সেলসিয়াস) বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, এপ্রিলে মাসে বঙ্গোপসাগরে ১-২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তিনি জানান, এ মাসের দেশের উত্তর, উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে ২-৩ দিন বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টিসহ মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। এ সময় দেশের অন্যত্র ৪-৬ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী হতে পারে। উত্তর পূর্বাঞ্চলের কিছু স্থানে চলতি মাসে আকস্মিক বন্যায় শঙ্কার কথাও জানান। এপ্রিল মাসে দেশের উত্তর-পূর্বাঞ্চচল ও তৎসংলগ্ন ভারতীয় অংশে ভারি বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কতিপয় স্থানে এই আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান। এদিকে আগের দিনের চেয়েও বৃহস্পতিবারের তাপমাত্রা আরও বেড়েছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে ৩৮.৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন যশোরে এই তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রী সেলসিয়াস। এদিকের একদিনের ব্যবধানে রাজধানীর তাপমাত্রা প্রায় ২ ডিগ্রী সেলসিয়াস বেড়েছে। আগের দিন এই তাপমাত্রা ৩৫ ডিগ্রী সেলসিয়াস হলে একদিনের ব্যবধানে তা বেড়ে দাঁড়ায় ৩৬.৭ ডিগ্রী সেলসিয়াসে। এছাড়ার রাজধানীতে এদিন তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রী সেলসিয়াস। দেশে অন্যত্রও তাপমাত্রা বেড়ে যাওয়ার কথা জানায় আবহাওয়া অফিস।
×