ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

প্রকাশিত: ১২:০০, ২০ মার্চ ২০২০

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

বিশেষ প্রতিনিধি ॥ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। করোনাভাইরাস প্রতিরোধে এই সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দর্শনার্থী প্রবেশের জন্য কোন পাস ইস্যু করা হচ্ছে না। পুনরায় নির্দেশ না দেয়া পর্যন্ত দর্শনার্থীদের কোন পাস না দেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেয়া হয়েছে বিভিন্ন পাস ইস্যুকারী কর্মকর্তাদের। সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজিব দাস বলেছেন, বৃহস্পতিবার সকাল থেকে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, সচিবালয়ে মিটিংয়ে আগত ব্যক্তি এবং সচিবালয়ে কর্মরত সাংবাদিক ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস মোকাবেলায় সরকারের কঠোর কোন পদক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মালিবাগ মোড়ে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতার জন্য স্বেচ্ছাসেবক দল আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচী শুরুর আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সরকার একা করোনা মোকাবেলা করবে আমরা এটা মনে করি না- দুদু ॥ করোনা মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান রুহুল কবির রিজভী বলেছেন, সরকার একা করোনা মোকাবেলা করতে পারবে আমরা এটা মনে করি না। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী প্রজন্ম দল’ আয়োজিত বিনামূল্যে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এরশাদের জন্মদিন আজ স্টাফ রিপোর্টার ॥ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৯০তম জন্মদিন যথাযথ পালনের উদ্যোগ নিয়েছে জাতীয় পার্টি। আজ ২০ মার্চ সকাল থেকে দলের চেয়ারম্যানের বনানী অফিসে কোরান তেলাওয়াত, মিলাদ মাহফিল এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে। দলের চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরসহ পার্টির শীর্ষ নেতৃবৃন্দ দোয়া-মাহফিলে উপস্থিত থাকবেন। দোয়া মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় থাকবে পার্টির ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী এবং সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু। আজ বিকেল ৪টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়, কাকরাইল মিলনায়তনে হুসেইন মুহম্মদ এরশাদের জীবনী এবং কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
×