ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে বিতরণের জন্য হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে জবি রসায়ন বিভাগ

প্রকাশিত: ১১:০৫, ১৮ মার্চ ২০২০

বিনামূল্যে বিতরণের জন্য হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে জবি রসায়ন বিভাগ

জবি সংবাদদাতা ॥ সম্প্রতি করোনাভাইরাস রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করার কাজ সফলভাবে সম্পন্ন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের রসায়ন সমিতি। এই উপলক্ষে মঙ্গলবার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামছুন নাহারসহ রসায়ন সমিতির অন্যান্য কর্মকর্তা উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সাথে সাক্ষাত করেন। এ সময় ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভাগের অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. শামছুন নাহার জানান, আমাদের বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও রসায়ন সমিতির উদ্যোগে এই স্যানিটাইজার তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বিতরণ করা হবে। এরপরে বিশ্ববিদ্যালয়ের বাইরে বিনামূল্যে বিতরণ করা হবে। উল্লেখ্য, হ্যান্ড স্যানিটাইজারের উপাদান হিসেবে ৭০% ২-চৎড়ঢ়ধহড়ষ, এষুপবৎরহ, উরংঃরষষবফ ডধঃবৎ ্ ঋৎধমৎধহপব ব্যবহার করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উক্ত হ্যান্ড স্যানিটাইজার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দের নিকট বিতরণের ব্যবস্থা গ্রহণ করবেন।
×