ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দুর্গন্ধযুক্ত রক্তে লাল

প্রকাশিত: ১১:২৪, ১৬ মার্চ ২০২০

  দুর্গন্ধযুক্ত রক্তে লাল

আর্জেন্টিনার পূর্বাঞ্চলীয় এক শহরের রাস্তার রং লাল হয়ে গেছে। রাস্তা নাকি রক্তের সমুদ্র তা বোঝা যাচ্ছিল না। তবে সেই রক্তের ধারার মধ্যেই সারি সারি দাঁড়িয়ে রয়েছে গাড়ি। বর্ষার জলাবদ্ধতা পেরিয়ে পথচারীরা যেভাবে যাতায়াত করেন সেভাবেই রক্তের ওপর দিয়েই পারাপার চলছে। রক্তের স্রোত পৌঁছেছে মানুষের আবাসিক ভবনগুলোইও। এত রক্ত দেখে মানুষজন খুবই অবাক হয়েছে প্রথমে। পরে খোঁজ নিয়ে জানা গেছে, গবাদি পশুর রক্ত বোঝাই একটি ট্যাঙ্ক ফেটেই ওই বিপত্তি হয়েছে। প্রায় পাঁচ লাখ লিটার রক্ত ছিল সেই ট্যাঙ্কে। গত সপ্তাহেই হঠাৎ ট্যাঙ্কটি ব্যাপক বিস্ফোরণে ফেটে যায়। এরপরই দুর্গন্ধময় রক্ত ছড়িয়ে পড়ে রাস্তায়। স্থানীয়দের দাবি, তারা বিস্ফোরণের মতো একটি শব্দ শুনেছিলেন। তারপরই রাস্তা-ড্রেন ভরে যায় দুর্গন্ধযুক্ত আঠালো রক্তে। গরু, বিড়াল, কুকুর, ইঁদুরের রক্তে ঠাসা ছিল ট্যাঙ্কটি। প্রশাসনের তৎপরতায় কিছু রক্ত পরিষ্কার করা হলেও এখনও অনেক রাস্তাজুড়ে রক্ত ছড়িয়ে আছে। তবে ঘটনা সম্পর্কে ওই কসাইখানার পক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি। -ইন্ডিয়া টাইমস
×