ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পাওনা টাকা চাইতে গিয়ে মারপিট ॥ আহত চার

প্রকাশিত: ০৯:০৫, ১৫ মার্চ ২০২০

পাওনা টাকা চাইতে গিয়ে মারপিট ॥ আহত চার

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ১৪ মার্চ ॥ পাওনা টাকা চাইতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় শুক্রবার রাত ৯টায় গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দুলালেরভিটা গ্রামের নয়া মিয়ার ছেলে সুজন মিয়া ও তার পরিবারের এক শিশুসহ ৪ জন আহত হয়েছে। এ সময় সন্ত্রাসীরা বসতবাড়িতে হামলা ও ভাংচুর করে। আহতরা হলো সুজন মিয়া, সুরুজ কবির, রেজাবুল হোসেন ও ইসমাইল হোসেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় সুজন মিয়া ও সুরুজ কবিরকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়েরের পর থেকে সন্ত্রাসীরা আরও ক্ষিপ্ত হয়ে মামলার অভিযোগকারী আব্দুল বারী ও তার পরিজনকে নানাভাবে হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। এছাড়া সন্ত্রাসীরা নিজেরাই নিজেদের বাড়ি ভাংচুর করে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরের পাঁয়তারা চালাচ্ছে। সদর থানায় দায়েরকৃত অভিযোগে জানা গেছে, একই গ্রামের সুরুজ কবির ও সুজন মিয়ার কাছে হাফিজার রহমান দীর্ঘদিন পূর্বে ২ লাখ ২০ হাজার টাকা ঋণ নেয়। এই পাওনা টাকা চাইতে গেলে হাফিজার রহমান ও তার ছেলে বেলাল হোসেন, হেলাল মিয়া এবং একই গ্রামের তাদের সন্ত্রাসী সহযোগী নায়েব উদ্দিনের ছেলে হাফিজার রহমান ও হাসেন আলী তাদের টাকা না দিয়ে এবং কথা কাটাকাটির এক পর্যায়ে সুজনের বাড়িতে ধারালো অস্ত্রসহ লাঠিসোটা দিয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে এই মারপিট ও ভাংচুরের ঘটনা ঘটায়।
×