ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশী পাসপোর্টধারীদের ভারতে প্রবেশ বন্ধ

প্রকাশিত: ১১:১২, ১৪ মার্চ ২০২০

বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশী পাসপোর্টধারীদের ভারতে প্রবেশ বন্ধ

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ করোনাভাইরাসের আতঙ্কে ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে শুক্রবার বিকেল থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশী পাসপোর্টযাত্রীদের ওপারে প্রবেশ বন্ধ হয়ে গেছে। এদিকে ভারতীয় ভিসা বাতিলের এ খবরে বৃহস্পতিবার চেকপোস্টে শুরু হওয়া পাসপোর্টযাত্রীদের উপচেপড়া ভিড় ছিল শুক্রবার দুপুর পর্যন্ত। তবে বিকেলের আগেই ভিড় কমতে থাকে। উল্লেখ্য, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ চেকপোস্ট দিয়ে সাধারণ ভিসায় বাংলাদেশী ভ্রমণকারীদের ভারতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বৃহস্পতিবার সকালে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ এক পত্রের মাধ্যমে বাংলাদেশকে পাসপোর্টযাত্রীকে ভারতে প্রবেশ করতে না দেয়ায় বিষয়টি জানানো হয়। এদিকে ভারতীয় ভিসা বাতিলের এ খবরে গত দুদিন বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্টযাত্রীদের উপচেপড়া ভিড় দেখা দেয়। বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ আহসান হাবিব (ওসি) জানান, শেষদিনে এই চেকপোস্ট দিয়ে ৮ হাজার ৪৩১ জন পাসপোর্টযাত্রী পারাপার হয়েছেন। এদের তিন-চতুর্থাংশই এপার থেকে ভারতে গেছেন। তিনি আরও জানান, শুক্রবার বিকেল ৫টার পর ভারত কর্তৃপক্ষ কোন বাংলাদেশী যাত্রীকে প্রবেশের অনুমতি দেয়নি। নির্ধারিত সময়ের মধ্যে এপারের আনুষ্ঠানিকতা সেরে যাওয়া দুই বাংলাদেশীর পেট্রাপোল ইমিগ্রেশনে পৌঁছাতে ঘড়ির কাঁটা বিকেল পাঁচটা অতিক্রম করায় তাদেরও গ্রহণ না করে ফেরত পাঠায়। এদিনও যাত্রীদের ভিড় সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয় ইমিগ্রেশন কর্তৃপক্ষকে। যাত্রীদেরও পোহাতে হয় ভোগান্তি।
×