ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঘরের মধ্যেই ৫০ কিমি দৌড়

প্রকাশিত: ১১:৪০, ১২ মার্চ ২০২০

ঘরের মধ্যেই ৫০ কিমি দৌড়

বর্তমানে বিশ্বজুড়ে করোনাভাইরাস এক মূর্তিমান আতঙ্কের নাম। চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস মানুষের ব্যক্তিগত জীবন থেকে অর্থনীতি- সবকিছুতেই বিরূপ প্রভাব ফেলেছে। চীনের কোটি কোটি মানুষ এখন স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় বাড়ির বাইরে বের হচ্ছেন না। ফলে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কিন্তু করোনার ভয়ে জীবন তো আর থেমে থাকে না। তাই ফিটনেস ও প্রশিক্ষণ ঠিক রাখতে চীনের এক দূরপাল্লার দৌড়বিদ ঘরের মধ্যেই ৫০ কিমি দৌড়েছেন। যা একটি বিশ্ব রেকর্ড! ওই দৌড়বিদের নাম পান সাচু। তিনি চীনের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝিঝিয়াংয়ে থাকেন। করোনার ভয়ে পান সাচু বাড়ি থেকে বের হওয়ার সাহস পাচ্ছিলেন না। কয়েকদিন পরেই তার দৌড় প্রতিযোগিতায় যোগ দেয়ার কথা। যে কারণে বাধ্য হয়ে ঘরেই তিনি ট্র্যাক এ্যান্ড ফিল্ড বানিয়ে দৌড় শুরু করেন। তিনি আসবাবপত্রের ফাঁক ফোকর, ঘর, রান্নাঘর, বাথরুম ও দুই কক্ষের মাঝখানের ফাঁকা জায়গা দিয়ে দৌড় দেয়া শুরু করেন। এভাবে তিনি ৪ ঘণ্টা ৪৮ মিনিট ৪৪ সেকেন্ড দূরত্বের হিসেবে প্রায় ৫০ কিমি দৌড়েছেন। -ওয়েবসাইট
×