ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

করোনায় ইরানে ২১০ জনের মৃত্যু

প্রকাশিত: ১১:০৯, ১ মার্চ ২০২০

করোনায় ইরানে ২১০ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ নিউমোনিয়া সদৃশ নতুন করোনাভাইরাসে ইরানে অন্তত ২১০ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির স্বাস্থ্য ব্যবস্থাপনার সঙ্গে জড়িত কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। মৃতদের বেশিরভাগই রাজধানী তেহরান ও দক্ষিণাঞ্চলীয় শহর কোমের। তেহরান থেকে ১৪০ কিলোমিটার দূরের এই কোম শহরেই ইরানের প্রথম কভিড-১৯ রোগীর দেখা মিলেছিল। খবর দ্য ডেইলি স্টার অনলাইন, আল-জাজিরা, দ্য ইন্ডিপেনডেন্ট ও বিবিসির। ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া কভিড-১৯ এ বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ৮৫ হাজার পেরিয়েছে, মৃত্যু ছাড়িয়ে গেছে দুই হাজার ৯২৩। হাসপাতাল ও স্বাস্থ্য ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সূত্রগুলোর কাছ থেকে পাওয়া মৃতের এ সংখ্যা দেশটির সরকারের জানানো সংখ্যার ছয় গুণেরও বেশি। শুক্রবার দুপুর পর্যন্ত ইরানী কর্তৃপক্ষ তাদের দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ৩৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর বলেছেন, প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে তারা স্বচ্ছতা বজায় রাখছেন এবং কোন ধরনের লুকোচুরি করছেন না। বিবিসির বিরুদ্ধে ‘মিথ্যা প্রচারের’ অভিযোগও তুলেছেন তিনি। কোমের এক পার্লামেন্ট সদস্য এর আগে ইরানী কর্তৃপক্ষের বিরুদ্ধে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ করেছিলেন। যুক্তরাষ্ট্রও তেহরানের তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। করোনায় আক্রান্ত ইরানী আইনপ্রণেতার মৃত্যু ॥ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের এক আইনপ্রণেতার মৃত্যু হয়েছে। দেশটিতে ওই ভাইরাসে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকহারে বাড়ছে। এমন সময় মোহাম্মদ আলি রমাজানি দস্তক নামের ওই সংসদ সদস্যের মৃত্যু খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা। গত সপ্তাহের নির্বাচনে আস্তানা আশরাফিহ থেকে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলি। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর রাষ্ট্রীয় বার্তাসংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ওই আইনপ্রণেতা ইনফ্লুয়েঞ্জা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর শনিবার সকালে মারা যান। লন্ডনে মারা পড়বে ৪০ হাজার, গণকবরের পরিকল্পনা ফাঁস ॥ ভেবে দেখুন তো কেমন লাগবে, গণকবরে ছেয়ে গেছে লন্ডন। মোতায়েন করা হয়েছে সেনা এবং করোনাভাইরাসের মতো মহামারীতে আক্রান্ত হয়ে অন্তত ৪০ হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে। যদিও এই আশঙ্কার কথা বাস্তব নয়। কিন্তু এমন তথ্যসমৃদ্ধ সরকারী নথি হাতে পাওয়ার দাবি করেছে যুক্তরাজ্যের দ্য ডেইলি স্টার অনলাইন। শনিবার প্রাপ্ত নথি বিশ্লেষণ করে সংবাদমাধ্যমটি দাবি করে, করোনাভাইরাসের মতো মহামারীতে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে লন্ডনকে। এমন আশঙ্কা সামনে রেখে লন্ডন রেসিলিয়েন্স পার্টনারশিপ (এলআরপি) একটি আগাম পরিকল্পনা তৈরি করেছে। যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে লন্ডন রেসিলিয়েন্স টিম (এলআরটি)। তারা মূলত করোনাভাইরাসের মতো রোগের প্রাদুর্ভাব ঠেকাতে বিভিন্ন বিকল্প নিয়ে ভাবছে। যুক্তরাজ্যের কেবিনেট অফিস স্থানীয় কর্তৃপক্ষগুলোকে অতিরিক্ত মরদেহ ব্যবস্থাপনার বিষয়ে পরামর্শ দেয়ার পর এটি সামনে এলো। ডেইলি স্টারের হাতে আসা ‘লন্ডন এক্সেসেস ডেথস ফ্রেমওয়ার্ক’ শিরোনামের ওই সরকারী নথিতে রয়েছে করোনাভাইরাসের মতো সঙ্কটে কী কী করা যায় সে বিষয়ে বিভিন্ন পরিকল্পনা। সেখানে রয়েছে ভাইরাসে আক্রান্ত হয়ে নিহতদের মরদেহগুলো নিয়ে কী করা হবে, এগুলোকে কিভাবে সংরক্ষণ বা সমাহিত করা হবে এসব। করোনাভাইরাসকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের জন্য ‘সর্বোচ্চ ঝুঁকি’ ঘোষণা দেয়ার পর ৪২ পৃষ্ঠার এ নথিটি সামনে এসেছে। সেখানে সম্ভাব্য পরিণতি এবং লন্ডন কর্তৃপক্ষের জন্য সমস্যা সমাধানে পরামর্শও দেয়া হয়েছে। দেয়া হয়েছে অতিরিক্ত মরদেহ ব্যবস্থাপনার জন্য স্থানীয় কর্তৃপক্ষগুলোকে যথেষ্ট স্থান বেছে রাখা, গুদাম অথবা হ্যাঙ্গারের ব্যবস্থা করার পরামর্শ। নথিতে বলা হয়, যখন মৃত্যু বাড়তেই থাকবে তখন এসব মরদেহ সরাতে সেনা সহায়তার দরকার হবে। এ সময় কবরস্থানগুলোতে ‘দিনে ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন’ সমাহিত করার অনুমতি দেয়া যেতে পারে। যখন মরদেহ ব্যবস্থাপনা কঠিন হয়ে যাবে তখন গণকবরে মরদেহগুলো ‘ভারী যন্ত্রের’ সহায়তায় সমাহিত করা ‘সহজতর’ পন্থা হিসেবে উল্লেখ করা হয়েছে নথিতে। এছাড়া বর্তমানে কবরস্থানগুলোর পরিধি বাড়ানো অথবা বিদ্যমান কবরস্থানগুলো পুনরায় ব্যবহারের পরামর্শ দেয়া হয়। উ. কোরিয়ায় করোনাভাইরাস ছড়ালে খবর আছে, হুঁশিয়ারি কিমের ॥ করোনাভাইরাস ঠেকাতে দেশের সংশ্লিষ্ট দফতর ও বিভাগকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। যদি প্রাণঘাতী এ ভাইরাস দেশটিতে ছড়িয়ে পড়ে, তবে ‘কঠোর পরিণতি’ ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার এক বৈঠকে কিম এ হুঁশিয়ারি দেন। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ’র খবরে এ কথা জানানো হয়েছে। কাতারে প্রথম করোনার হানা ॥ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত প্রথম একজন রোগী পাওয়ার তথ্য নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এক নাগরিক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, করোনায় আক্রান্ত কাতারী ওই ব্যক্তির বয়স ৩৬ বছর। ভিয়েতনামে করোনায় আক্রান্ত সবাই সুস্থ ॥ বিশ্বব্যাপী নতুন করোনাভাইরাস আরও বেশি বিস্তার লাভ করার মধ্যেই চীন সীমান্ত লাগোয়া দেশ ভিয়েতনাম ঘোষণা করেছে যে সেখানে তাদের যেসব মানুষ কোভিড-১৯ নামক করোনা সংক্রমিত রোগে আক্রান্ত হয়েছিলেন, তারা সবাই এখন সুস্থ। দক্ষিণ কোরিয়ায় একদিনে আক্রান্তের রেকর্ড ॥ একদিনে সর্বোচ্চসংখ্যক মানুষের করোনায় আক্রান্ত হওয়ার রেকর্ড গড়েছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে শুক্রবার নতুন করে ৫৯৪ জন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত মানুষের সংখ্যা এখন ২ হাজার ৯৩১ জন যা চীনের পর যা সর্বোচ্চ।
×