ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

উরুগুয়ের পথে লন্ডনে রাষ্ট্রপতি

প্রকাশিত: ১২:৩৮, ২৭ ফেব্রুয়ারি ২০২০

উরুগুয়ের পথে লন্ডনে রাষ্ট্রপতি

জনকণ্ঠ ডেস্ক ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ১১ দিনের সফরে উরুগুয়ে যাওয়ার পথে বুধবার সকালে লন্ডনে পৌঁছেছেন। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরী বলেন, রাষ্ট্রপতিকে নিয়ে আমিরাত এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট ইকে ৫৮৫ স্থানীয় সময় বেলা ১১টা ৫১ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। খবর বাসসর। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। লন্ডনে বাংলাদেশ মিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমানবন্দরে অভ্যর্থনার পর আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রাসহকারে রাষ্ট্রপতি হামিদকে পার্কলেনে লন্ডন হিল্টনে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি উরুগুয়ের মন্টেভিডিও যাওয়ার আগে ছয় ঘণ্টা যাত্রাবিরতি করবেন। যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশী কমিউনিটির প্রতিনিধিরা সেখানে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। বাংলাদেশ আওয়ামী লীগের ইউকে চ্যাপ্টারের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাইয়েদুর রহমান ফারুক উপস্থিত ছিলেন।
×