ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে সেতু আছে, সড়ক নেই

প্রকাশিত: ০৭:৫৩, ২০ ফেব্রুয়ারি ২০২০

 নীলফামারীতে সেতু আছে, সড়ক  নেই

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কিশোরীগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের যমুনেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণ করা হলেও কোন সড়ক নেই। ফলে ৩ কোটি ৮৮ লাখ ২৮ হাজার ৪৮০ টাকা ব্যয়ে নির্মিত সেতুর সুফল পাচ্ছেনা এলাকাবাসী। মঙ্গলবার সরেজমিনে গেলে জানা যায়, ২০১৯ সালের ১৩ জানুয়ারি এলজিইডির তত্ত্ব¡াবধানে এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়ে ২০২০ সালের ১৩ জানুয়ারি শেষ হয়। কিন্তু সেতুর দুইদিকে নেই কোন সড়ক। স্থানীয় বাসিন্দা জামিনুর রহমান, আবেদ আলী ও মশিয়ার রহমানসহ অনেকে জানান, কোটি কোটি টাকা খরচ করে সেতু নির্মাণ করা হলো। এতে সচল সেতু অচল সড়ক। ফলে বর্তমানে এই সেতু এলাকাবাসীর চলাচলে কোন কাজেই আসছেনা। সড়ক ছাড়া উপজেলা এলজিইডি সেতু তৈরি করেছে। উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম জানান, সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। সেতুর সংযোগ সড়কের মাটির কাজ চলমান ।
×