ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

৬৪ ডিগ্রী তাপমাত্রা এন্টার্কটিকায়

প্রকাশিত: ১০:২৩, ১০ ফেব্রুয়ারি ২০২০

 ৬৪ ডিগ্রী তাপমাত্রা  এন্টার্কটিকায়

বৈশ্বিক উষ্ণতা নিয়ে বিশ্ব নেতারা উদ্বিগ্ন। যদিও অনেকেই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না। উষ্ণায়ন যে ভয়ঙ্কর আকার নিচ্ছে তা স্পষ্ট। সম্প্রতি এন্টার্কটিকার তাপমাত্রা ৬৪ দশমিক ৯ ডিগ্রী ফারেনহাইট (১৮ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস) হয়েছে। হিমশীতল দক্ষিণ মেরু এখন উষ্ণতম। সর্বোচ্চ উষ্ণতা এতটাই বেড়েছে যে জন্য প্রাচীন হিমবাহ গলে যাচ্ছে। হিমশীতল বরফে ঢাকা এন্টার্কটিকাতে এখন গরম পড়ছে। সেখানে উষ্ণতম মাস ধরা হয় জানুয়ারিকে। তাও তাপমাত্রা এত বেশি হয় না। যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে, উষ্ণায়ন বাড়ছে, মেরুপ্রদেশের হিমবাহ দ্রুতহারে গলছে, তাতে বিপর্যয়ের আর বেশি দেরি নেই। এন্টার্কটিকায় উষ্ণতম দিন দেখা গিয়েছিল ১৯৬১ সালে। তারপর ২০১৫ সালে সেখানে আবারও উষ্ণতা বাড়ে। ২৪ মার্চ তাপমাত্রার পারদ ছাড়ায় ১৭.৫ ডিগ্রী সেলসিয়াস। বিশ্বের ১৯৩টি সদস্য দেশের সংগঠন ‘ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন (WMO)’-এর মুখপাত্র ক্লেয়ার নুলিস বলছেন, এন্টার্কটিকায় ১৮ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা সত্যিই চিন্তার বিষয়। জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ মেরুতে। -ডয়েচে ভেলে
×