ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ১৫

প্রকাশিত: ১২:৪৫, ১১ জানুয়ারি ২০২০

 পাকিস্তানে মসজিদে  বিস্ফোরণ, নিহত ১৫

জনকণ্ঠ ডেস্ক ॥ পাকিস্তানের কোয়েটায় একটি মসজিদে বিস্ফোরণে ইমামসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ জন। শুক্রবার মাগরিবের নামাজের সময় এ বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে প্রদেশের পুলিশের সহকারী সুপারিনটেনডেন্টও (ডিএসপি) রয়েছেন। খবর এক্সপ্রেস ট্রিবিউন ও ডনের। প্রদেশের ডিআইজি আব্দুল রাজ্জাক চিমা জানান, বিস্ফোরণে নিহতদের মধ্যে ডিএসপিও রয়েছেন। অন্যরা বেসামরিক লোক। তবে বিস্ফোরণটি কী ধরনের তা নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক কোন গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। নবেম্বরে প্রদেশের কুচলাক এলাকায় বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানের আধা-সামরিক বাহিনী ‘ফ্রন্টিয়ার কোরের দুই সদস্য নিহত হন। যদিও ওই ঘটনার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিয়মিত টহল অব্যাহত রেখেছেন।
×