ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পাখির কণ্ঠে সাইরেন

প্রকাশিত: ১০:১৭, ৬ জানুয়ারি ২০২০

 পাখির কণ্ঠে সাইরেন

দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। দমকলের গাড়ি, এ্যাম্বুলেন্স এবং পুলিশের সাইরেনের আওয়াজ থেকে দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার মানুষের রেহাই নেই। এমনই সময়ে একটি ম্যাগপাই পাখি শিস দিয়ে গান গাইছে। তবে তার গানের সুরেও ওই সাইরেনের আওয়াজ। বিলুপ্তপ্রায় প্রজাতি বিষয়ক সাবেক কমিশনার ফেসবুকের গ্রুপ ‘অস্ট্রেলিয়ান নেটিভ বার্ড’ একটি ভিডিও পোস্ট করেছে। তাতে দেখা যায় একটি ম্যাগপাই পাখি নিজের আনন্দে সাইরেনের সুর নকল করে শিস দিচ্ছে। এতবার সে ওই আওয়াজ শুনতে পেয়েছে যে তার মাথায় গেঁথে গেছে সুরটা। তিনি লিখলেন, একটি অস্ট্রেলিয়ান ম্যাগপাইয়ের সঙ্গে দেখা হলো নিউক্যাসেলে। সে দমকলের গাড়ি ও এ্যাম্বুলেন্সের আওয়াজ নকল করা শিখে গেছে। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার দাবানলে পুড়ে গেছে ১,৩০০টি ঘর, ৩৬ লাখ হেক্টর জমি। পশুপাখি ভয় পেয়ে আতঙ্কে মরে যাচ্ছে। ধ্বংস হয়েছে গাছ। নিউ সাউথ ওয়েলসে ‘পরিস্থিতি’ ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে ম্যাগপাইটি যেন তার গান দিয়ে সতর্ক করে দিচ্ছে পৃথিবীর মানুষকে। বলতে চাইছে, এবার তোমরা সাবধান হও। এই পৃথিবীকে বাঁচাও। আবহাওয়ার পরিবর্তন একদিন সবাইকে এভাবে শেষ করে দেবে। নিউ সাউথ ওয়েলস সরকার জানিয়েছে, ম্যাগপাই ৩৫ প্রকার পাখির গান নকল করতে পারে। এছাড়া পশুদের আওয়াজও সে শুনে শুনে শিখে নেয়। তার মধ্যে কুকুর, ঘোড়া, মানুষ সবাই আছে। -অস্ট্রেলিয়ান হেরাল্ড
×