ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চীনা নাগরিক খুনে জড়িত কেউ গ্রেফতার হয়নি

প্রকাশিত: ১১:১৭, ১৮ ডিসেম্বর ২০১৯

চীনা নাগরিক খুনে জড়িত কেউ গ্রেফতার হয়নি

স্টাফ রিপোর্টার ॥ চীনা নাগরিক খুনের ঘটনায় দায়েরকৃত মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আর্থিক লেনদেন ছাড়াও খুনের সঙ্গে অন্যান্য আরও অনেক বিষয়াদি জড়িত। আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে মঙ্গলবার রাত আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যাকা-ের সঙ্গে জড়িত কেউ গ্রেফতার হয়নি। এমনকি কাউকে গ্রেফতারও দেখানো হয়নি। মামলাটির তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার মশিউর রহমান জনকণ্ঠকে জানান, চীনা নাগরিক হত্যার ঘটনায় দায়েরকৃত মামলাটির তদন্তভার পেয়েছে ডিবি পুলিশ। মঙ্গলবার মামলাটির তদন্ত ডিবির কাছে হস্তান্তরিত হয়। অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর্থিক লেনদেন ছাড়াও অন্যান্য অনেক বিষয়াদির জেরে হত্যাকা-ের ঘটনাটি ঘটে। প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর বুধবার সকাল এগারোটার দিকে বনানীর ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর নয় তলা বাড়ির ৬/বি নম্বর বাড়ির পেছন থেকে মাটি খুঁড়ে জে জিয়াং ফিকে (৪৭) নামের এক চীনা নাগরিকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত চীনা নাগরিক পদ্মা সেতু ছাড়াও বাংলাদেশ সরকারের বেশ কয়েকটি বড় বড় প্রকল্পের সঙ্গে জড়িত। পদ্মা সেতুতে তিনি পাথর সরবরাহ করতেন। ঘটনার সময় তার এক ছেলে ও এক মেয়েসহ স্ত্রী চীনে ছিল। তিনি নিজেও চীনে ছিলেন। গত ২৩ অক্টোবর ওই চীনা নাগরিক ঢাকায় ফেরেন। এ ঘটনায় বাড়ির নিরাপত্তাকর্মী, চালক, লিফটম্যানসহ অনেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবি ডিসি মশিউর রহমান জনকণ্ঠকে জানান, ঘটনার সময় বাসার এবং আশপাশের সব সিসি ক্যামেরা বন্ধ ছিল। তবে সার্বিক পর্যালোচনায় ব্যবসায়িক বিরোধ ও আর্থিক লেনদেনের সূত্রধরে হত্যাকা-টি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকা-ের রহস্য জানতে নিহত চীনা ব্যবসায়ীর বাংলাদেশী ও বিদেশী ব্যবসায়িক অনেক পার্টনার সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে। ইতোমধ্যেই দেশী-বিদেশী কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরমধ্যে একজন চীনা নারী ব্যবসায়ী পার্টনার কাম বান্ধবীও আছে। ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জনকণ্ঠকে জানান, খুবই পরিকল্পিত হত্যাকা-। নিহত চীনা নাগরিকের বাসার ভেতরে মদসহ খাওয়া দাওয়ার আসর বসার আলামত মিলেছে। এমনকি সেখানে ধস্তাধস্তি করারও কিছু আলামত পাওয়া গেছে। তাতে অনেকটাই নিশ্চিত যে, চীনা নাগরিককে বাসার ভেতরেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত চীনা ব্যবসায়ীর লেনদেন অস্বচ্ছ ছিল। দেশী-বিদেশী ব্যবসায়ীদের সঙ্গে নিহত চীনা নাগরিকের লেনদেন ছিল।
×