ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

১৫০ বর্জ্যবাহী গাড়ি দিয়েছে জাপান সরকার

প্রকাশিত: ১২:৩০, ১৬ ডিসেম্বর ২০১৯

১৫০ বর্জ্যবাহী গাড়ি দিয়েছে জাপান সরকার

স্টাফ রিপোর্টার ॥ বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ১৫০টি বর্জ্যবাহী গাড়ি দিয়েছে জাপান সরকার। রবিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নোয়াকি ইতো স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলামের কাছে গাড়ির চাবি হস্তান্তর করেন। পরে স্থানীয় সরকার মন্ত্রী চাবিগুলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে ৫৬টি করে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ৩৮টি গাড়ি দেয়া হয়েছে।
×