ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে রাশিয়ার অনারারি কনসাল হলেন স্থপতি আশিক ইমনার

প্রকাশিত: ১১:৫৫, ১০ ডিসেম্বর ২০১৯

চট্টগ্রামে রাশিয়ার অনারারি কনসাল হলেন স্থপতি আশিক ইমনার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে রাশিয়ার অনারারি কনসাল নিযুক্ত হয়েছেন স্থপতি আশিক ইমরান। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চীফ অব প্রটোকল একেএম শহিদুল করিম স্থপতি আশিক ইমরানের হাতে হস্তান্তর করেন বাংলাদেশ সরকারের অনুমোদনপত্র। উল্লেখ্য, বেলারুশ ন্যাশনাল টেকনিক্যাল বিশ^বিদ্যালয় থেকে ১৯৯৩ সালে স্থাপত্যে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করা আশিক ইমরান ১৯৯৪ সালে বাংলাদেশ স্থাপত্য পরামর্শক ফিয়ালকার মাধ্যমে পেশায় নিয়োজিত হন। তিনি আইন ও প্রশাসন বিশেষজ্ঞ এম আবদুল্লাহ ও বেগম আফসারুন্নেসার জ্যেষ্ঠপুত্র। তার সহধর্মিণী স্থপতি আলা ইমরান বেলারুশের নাগরিক। ১৯৯৪ সাল থেকে তিনি স্থায়ীভাবে বাংলাদেশে বসবাস করছেন। এ দম্পতির ১ কন্যা ও ১ পুত্র সন্তান রয়েছে। আশিক ইমরান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য, সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের উপদেষ্টা এবং বেলারুশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির বাংলাদেশ প্রতিনিধি। এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন।
×