ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাজনীতির মাঠ থেকে বিএনপি-জামায়াতকে বিদায় করতে হবে ॥ ইনু

প্রকাশিত: ১০:১৪, ৮ ডিসেম্বর ২০১৯

রাজনীতির মাঠ থেকে বিএনপি-জামায়াতকে বিদায় করতে হবে ॥ ইনু

বিশেষ প্রতিনিধি ॥ জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস নিয়ে বিতর্কের অবসানের আহ্বান জানিয়ে বলেছেন, বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক-জঙ্গীবাদ-মৌলবাদ উৎপাদন পুনরুৎপাদনের কারখানা। পাকিস্তানপন্থার রাজনীতি তথা সাম্প্রদায়িক-মৌলবাদী-জঙ্গীবাদী-সন্ত্রাসীবাদী রাজনীতি ও তাদের পৃষ্ঠপোষক জামায়াত-বিএনপিকে রাজনীতির মাঠ থেকে চিরতরে বিদায় করতে হবে। গণতন্ত্র ও মানবাধিকারের দোহাই দিয়ে দেশবিরোধী এই অপশক্তিগুলোর প্রতি নমনীয়তা ও ছাড় দেয়ার কোন সুযোগ নেই। এটি রাজনৈতিক বিদ্বেষ নয়, রাজনৈতিক বাস্তবতা। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোটের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, বর্তমান জাতীয় ও বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে সেখান থেকে আরেক ধাপ অগ্রগতি ও জাতীয় উলম্ফনের জন্য ৯টি বিষয়ে ঐক্যবদ্ধ জাতীয় প্রচেষ্টা জরুরী। জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপনের পরিচালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি এ্যাডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল প্রমুখ।
×