ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

দ্রব্যমূল্য নিয়েও রাজনীতি শুরু করেছে বিএনপি ॥ নাসিম

প্রকাশিত: ১০:২৪, ২৫ নভেম্বর ২০১৯

 দ্রব্যমূল্য নিয়েও  রাজনীতি শুরু  করেছে  বিএনপি ॥  নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ দ্রব্যমূল্য অস্থিতিশীল করার জন্য বিএনপি-জামায়াত জোট নানা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, মুক্ত বাজার অর্থনীতিতে দ্রব্যমূল্যের বাজার উঠানামা করতেই পারে। বিএনপি চিরদিনই চক্রান্তের রাজনীতি করেছে। কোনদিনই গণতান্ত্রিক পথে ফিরে আসার রাজনীতি করেনি, ক্ষমতায় আসার চিন্তাও করেনি। বিএনপি দ্রব্যমূল্য নিয়েও রাজনীতি শুরু করেছে। তিনি রবিবার সন্ধ্যায় ঢাকা থেকে সিরাজগঞ্জ আসার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে মুলিবাড়িতে শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন। নাসিম বলেন, তারা লবণ নিয়ে চক্রান্ত করেছে, পেঁয়াজ নিয়ে চক্রান্ত করেছে। কিন্তু কোন লাভ হয়নি। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি আরও বলেন, সরকার কাউকে ক্ষুধা নিয়ে রাজনীতি করতে দেবে না। বিএনপি শুরু থেকে নানা ষড়যন্ত্র করছে লবণ, পেঁয়াজ ইস্যু করার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ আলোকিত হয়েছে।
×