ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিটিসিএলের নয়া এমডি ড. রফিকুল মতিন

প্রকাশিত: ১০:০৭, ৪ নভেম্বর ২০১৯

 বিটিসিএলের নয়া এমডি ড. রফিকুল মতিন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন ড. মোঃ রফিকুল মতিন। রবিবার তিনি এই পদে যোগদান করেছেন। এর আগে তিনি বিটিসিএল’র উপ-ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি টেলিযোগাযোগ অধিদফতরের অধীনে বাস্তবায়নাধীন ‘সাইবার থ্রেট ডিটেকশন এ্যান্ড রেসপন্স’ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে কাজ করেছেন। ড. মোঃ রফিকুল মতিন ১৯৬৪ সালের ২২ জানুয়ারি রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তিনি যশোর বোর্ড হতে ১৯৮০ সলে এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ১৪তম ও ১৯৮২ সলে রাজশাহী বোর্ড হতে এইচএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ৬ষ্ঠ স্থান অধিকার করেন। তিনি ১৯৮৮ সলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিষয়ে ১ম শ্রেণীতে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং ১৯৯১ সলে বুয়েট থেকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিষয়ে এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী লাভ করেন ।
×