ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রণদা প্রসাদ সাহার জন্মজয়ন্তী উপলক্ষে শিশুকিশোর প্রতিযোগিতা

প্রকাশিত: ০৮:২৩, ২ নভেম্বর ২০১৯

 রণদা প্রসাদ সাহার  জন্মজয়ন্তী উপলক্ষে  শিশুকিশোর  প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১ নবেম্বর ॥ দানবীর কুমুদিনী হাসপাতালের প্রতিষ্ঠাতা রায় রণদা প্রসাদ সাহার ১২৩তম জন্মজয়ন্তী উপলক্ষে শিশু কিশোরদের বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় রণদা নাট মন্দির কমিটির সভাপতি ডাঃ বিমান বিহারী বসু অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে ছিল চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও নৃত্য। সকাল থেকে দুপুর পর্যন্ত মির্জাপুর রণদা নাট মন্দিরে এই প্রতিযোগিতা চলে। আগামী ৮ নবেম্বর উত্থান একাদশী তিথিতে দানবীর রণদা প্রসাদ সাহার জন্মজয়ন্তীর অনুষ্ঠান রণদা নাট মন্দিরে অনুষ্ঠিত হবে। শিশু কিশোরদের প্রতিযোগিতাকে ঘিরে রণদা নাট মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মির্জাপুর হরিসভা কমিটির উপদেষ্টা শ্যামল বণিকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জন্মজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক উদয় বাংলাদেশের নির্বাহী পরিচালক দে সুধীর চন্দ্র, সদস্য সচিব নিরঞ্জন পাল, মির্জাপুর পৌরসভার প্যানেল মেয়র চন্দনা দে, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলী আজম খান, সাহাজাদপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক বিশ্বজিৎ সাহা, আতাইকুলা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আতিকুজ্জামান, মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ, সাবেক সাধারণ সম্পাদক ও কবি জহিরুল ইসলাম শেলী, এসডিসি’র নির্বাহী পরিচালক উত্তম কুমার সাহা প্রমুখ। প্রতিযোগিতায় প্রায় শতাধিক শিশু-কিশোর অংশ নেয়।
×