ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে কিশোর অপরাধ চক্রের মূল হোতা গ্রেফতার

প্রকাশিত: ০৯:৩৬, ২৩ অক্টোবর ২০১৯

রাজশাহীতে কিশোর অপরাধ চক্রের মূল হোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুঠিয়া থেকে কিশোর অপরাধ চক্রের নারী সদস্যের পর এবার মূল হোতা মাহফুজুর রহমান ওরফে বৃত্তকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বানেশ্বর সরকারী কলেজের প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাহফুজুর রহমান (২৩) ওরফে বৃত্ত উপজেলার পুঠিয়া পৌর এলাকার বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তা আতাউর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) ও পুঠিয়া থানার এস আই সাজ্জাদ হোসেন। তিনি জানান, পুঠিয়া থানায় গ্যাংকালচার অপরাধ সংক্রান্ত মামলার এজাহারভুক্ত প্রধান আসামি বৃত্ত। ঘটনার পর থেকে সে পলাতক। গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ ॥ গ্রেফতার দুই স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বন্দরের কুড়িপাড়া এলাকায় এক গার্মেন্টস কর্মী (১৯) কে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যার পর ঘটনাটি ঘটে। রাতেই এ ঘটনায় অভিযুক্ত যুবক ছগির ও আরমানকে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় সোমবার রাতেই ওই গার্মেন্টস কর্মীর মা বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বন্দর থানা ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, অভিযুক্তরা দোষ স্বীকার করে নারায়ণগঞ্জ আদালতে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। জানা যায়, গার্মেন্টস কর্মী সোমবার সন্ধ্যা ৭টার দিকে বন্দরের কুড়িপাড়া খালপাড় রাস্তার পাশে পৌঁছলে একই এলাকার যুবক ছগির ও আরমান পেছন থেকে তার মুখ চেপে ধরে একটি পরিত্যক্ত ঘরের ভেতরে নিয়ে যায়। সেখানে তারা গার্মেন্টস কর্মীর পরনের ওড়না দিয়ে মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। পরে ওই গার্মেন্টস কর্মী বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে অবহিত করে। ধর্ষণের শিকার ওই গার্মেন্টস কর্মীর মা থানায় এসে অভিযোগ দায়ের করে। পরে পুলিশ রাতেই আসামিদের গ্রেফতার করে।
×