ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পাথরঘাটায় ছাত্রলীগ

বর্তমান ও সাবেক সম্পাদক সমর্থকদের সংঘর্ষ ॥ আহত ১০

প্রকাশিত: ০৯:২১, ২০ অক্টোবর ২০১৯

বর্তমান ও সাবেক সম্পাদক সমর্থকদের সংঘর্ষ ॥ আহত ১০

সংবাদদাতা,পাথরঘাটা, বরগুনা, ১৯ অক্টোবর ॥ পাথরঘাটায় ছাত্রলীগের অব্যহতি পাওয়া সাধারণ সম্পাদক এনামুল হোসাইন মনি ও বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক বাকি বিল্লাহ জয় সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন আহত ও ৩ জন ডিবি পুলিশের হাতে আটক হওয়ার খবর পাওয়া গেছে। পাথরঘাটায় ছাত্রলীগে অব্যহতি পাওয়া সাধারণ সম্পাদক এনামুল হোসাইন ও বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক বাকি বিল্লাহ জয় সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেছে পুলিশ। পুলিশের লাঠিচার্জে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতের মধ্যে ৫ জনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে পাথরঘাটা পৌরশহরের রাসেল স্কয়ারে এনামুল সমর্থকদের মানববন্ধন কর্মসূচীতে জয় সমর্থকরা বাধা দেয়। এ সময় পূর্বঘোষিত কর্মসূচী সফল করার জন্য আসা এনামুল সমর্থকদের গাড়িতে হামলা করে ও মাইক খুলে নিয়ে যায়। জয় সমর্থকদের বাধার পর এনামুল সমর্থকদের মানববন্ধন ভ-ুল হয়ে গেলে পরে তারা পাথরঘাটা মহাবিদ্যালয় মাঠে জড়ো হয়। সেখান থেকে মিছিল নিয়ে শহরে প্রবেশ করলে ফের রাসেল স্কয়ারে জয় সমর্থকের বাধার সম্মুখীন হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। উপজেলা ছাত্রলীগের সদ্য অব্যহতি পাওয়া সাধারণ সম্পাদক এনামুল হোসাইন বলেন, আমার সমর্থনে ছাত্রলীগ কর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচী পালন করার সময় বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের সমর্থকরা অতর্কিত হামলা চালিয়েছে। এনামুল হক মনির দাবি, জয় সমর্থকদের কয়েক দফা হামলায় তার সমর্থকদের অন্তত ২০ নেতা-কর্মী আহত হয়েছেন।
×