ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে ভাতা বন্ধের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

প্রকাশিত: ১২:৩০, ১৮ অক্টোবর ২০১৯

গোপালগঞ্জে ভাতা বন্ধের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৭ অক্টোবর ॥ গোপালগঞ্জে ২৫ বছর ধরে ভাতাপ্রাপ্ত প্রকৃত মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে নামঞ্জুর তালিকাভুক্ত ৬৭ মুক্তিযোদ্ধা। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী তারা এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে শাহজাহান মোল্লা, মোহম্মদ আলী মোল্লা ও মোঃ মোহর আলীসহ কয়েক ভুক্তভোগী মুক্তিযোদ্ধা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে স্বাধীনতার লক্ষ্যে ১৯৭১ সালে ২৬ মার্চের পরে তারা ৮ ও ৯ নং সাবসেক্টরের অধীনে গোপালগঞ্জ ও বরিশালের বিভিন্নস্থানে প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তীতে ২০০৫ সালের শেষের দিকে সরকার তাদের স্বীকৃতি দান করে গেজেট প্রকাশ করে এবং তাদেরকে সাময়িক সনদ প্রদান করে। ২০০৫ সালের জুলাই মাস থেকে তারা ভাতাপ্রাপ্ত হন। কিন্তু হঠাৎ করে এ বছর এপ্রিল মাস থেকে আমাদের ওই সম্মানী ভাতা প্রদান বন্ধ করে দেয়া হয়। জামুকার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই নির্দেশিকা, ২০১৬ সালের নির্দেশনায়, উপজেলা যাচাই-বাছাই কমিটি গোপালগঞ্জ সদর উপজেলায় ২৪৬ জনের নামঞ্জুরকৃত নামের তালিকা প্রকাশ করলেও বর্তমানে ভাতা বঞ্চিত রয়েছেন ৬৭ জন। তাহলে বাকিদের ভাতা উপজেলা নির্বাহী অফিসার কিভাবে ছাড় দিলেন এমন প্রশ্ন তুলে তাদের অনেকেরই গেজেট ও সনদ নং ভুল উপস্থাপন করে উদ্দেশ্যমূলকভাবে যাচাই-বাছাই কমিটি তাদের আবেদন নামঞ্জুর করেছে বলে অভিযোগ করেন। তারা আরও বলেন, জামুকায় যে সকল মুক্তিযোদ্ধার আপীল করা রয়েছে তাদের ভাতা বন্ধ হবে না মর্মে পরিপত্র জারি থাকলেও হঠাৎ করে এ বছর এপ্রিল মাস থেকে তাদের সম্মানী ভাতা প্রদান বন্ধ করে দেয়া হয়। তাই তারা জামুকায় আপীলকৃতদের অনতিবিলম্বে যাচাইয়ের মাধ্যমে বিতর্কিতদের বাদ দিয়ে তালিকা প্রকাশের দাবি জানাচ্ছেন।
×