ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পিআইবির তিন দিনের প্রশিক্ষণ সমাপ্ত

প্রকাশিত: ১২:২৭, ১৮ অক্টোবর ২০১৯

পিআইবির তিন দিনের প্রশিক্ষণ সমাপ্ত

স্টাফ রিপোর্টার ॥ প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে নরসিংদী জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকদের জন্য তিন দিনের বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়েছে বৃহস্পতিবার। প্রশিক্ষণে জেলার ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মসূচীতে সাংবাদিকতার ধারণা, বৈশিষ্ট্য, উপাদান, সূত্র-উৎস ও সংবাদ লেখার কৌশলসহ প্রয়োজনীয় খুঁটিনাটি বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেয়া হয়। তিন দিনের এই আবাসিক কর্মসূচীতে সাংবাদিকতার নীতিমালা, গণমাধ্যম প্রকারভেদে প্রতিবেদন তৈরি ও পার্থক্য সম্পর্কে অবহিত করা হয়। একই সঙ্গে সমসাময়িক সাংবাদিকতার চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার আয়োজন করা হয় সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান। পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক জনকণ্ঠের উপসম্পাদক ওবায়দুল কবির। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রশিক্ষণ কর্মসূচীর সমন্বয়ক পারভীন সুলতানা রাব্বী। অনুষ্ঠানে পিআইবির ডিজি বলেন, মাঠ পর্যায় থেকে সংবাদ বস্তুনিষ্ঠভাবে তুলে আনার জন্য পিআইবি মফস্বল সাংবাদিকদের এই প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করছে। প্রধান অতিথি ওবায়দুল কবির বলেন, মফস্বল এখন তথ্যের বিরাট ভান্ডার। এই তথ্য ভান্ডার থেকে তথ্য আহরণ করে দেশের প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়া সমৃদ্ধ হচ্ছে। এমন পরিস্থিতিতে পিআইবির মফস্বল সাংবাদিকদের প্রশিক্ষণের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তিনি আশা করেন, অবাধ তথ্যপ্রবাহের ধারা সমৃদ্ধ করতে পিআইবি তাদের এই কার্যক্রম অব্যাহত রাখবে।
×