ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

গোদাগাড়ীতে পদ্মায় তীব্র ভাঙন, নদীগর্ভে বিদ্যালয়

প্রকাশিত: ০৮:২৫, ১২ অক্টোবর ২০১৯

 গোদাগাড়ীতে পদ্মায়  তীব্র ভাঙন,  নদীগর্ভে  বিদ্যালয়

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পানির প্রবাহ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। একদিনে পদ্মায় একটি প্রাথমিক বিদ্যালয়সহ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর বয়ারমারী এলাকায় এক কিলোমিটার জুড়ে নদীর ভাঙন দেখা দেয়। এতে করে অর্ধশতাধিক বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের মুখে পড়েছে দুইশতাধিক বাড়ি-ঘর ও একটি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয়রা জানান, নদীর তীর থেকে মাত্র ২০০ গজ দূরে থাকা দিয়াড় মানিকচক বোয়ালমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল একটি ভবন সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়েছে বুধবার রাতে। দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত আরেকটি ভবন দুই একদিনের মধ্যে বিলীন হয়ে যাবে বলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিফ জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রশিদ বলেন, বিদ্যালয়টি নদী ভাঙনের মুখে পড়ায় গত দুই সপ্তাহে আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসিপত্র সরিয়ে নেয়া হয়। বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ৪০০ জন। এসব শিক্ষার্থী খোলা আকাশের নিচে ক্লাস করছে। চর আষাড়িয়াদহ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ভাঙনে বিদ্যালয়টি পদ্মায় বিলীন হওয়ার বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
×