ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টেকনাফে চাঁদা নিয়ে দ্বন্দ্বে দু’গ্রুপের গোলাগুলি ॥ আহত তিন

প্রকাশিত: ০৮:৫৭, ৬ অক্টোবর ২০১৯

 টেকনাফে চাঁদা নিয়ে  দ্বন্দ্বে দু’গ্রুপের   গোলাগুলি ॥  আহত তিন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফের হ্নীলা নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পশ্চিম লেদায় চাঁদার দাবিতে দু’গ্রুপের মধ্যে গোলাগুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছে। শনিবার বেলা ১১টায় নয়াপাড়া ২৬নং শরণার্থী ক্যাম্প সংলগ্ন পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, পার্শ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্প কবর স্থানের ড্রেন নির্মাণ কাজ হতে ডাকাত নুরু ছালাম গ্রুপ ২ লাখ টাকা চাঁদা দাবি করে। তা দিতে অস্বীকার করায় এই দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয় একাধিক সূত্রের দাবি, লেদা নুরালী পাড়ার বেলা কাদেরের পুত্র নুরুল ইসলাম প্রকাশ নুরু ছালাম ডাকাত গ্রুপ ও নুর আলীর পুত্র হাছন গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে স্থানীয় ফজু আহমদ বৈদ্যের পুত্র রবিউল আলম (৩০), মোঃ হাছনের পুত্র ছৈয়দ নুর (২৬) ও মৃত লাল মিয়ার পুত্র সরু হোছন (৩৭) গুলিবিদ্ধ হয়।
×