ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মহানগরীতে অবৈধ আধিপত্য বিস্তারকারীদের সংখ্যা অর্ধশত

প্রধানমন্ত্রীর নির্দেশের পর চট্টগ্রামে গ্রেফতার আতঙ্ক

প্রকাশিত: ০৯:৫৮, ২১ সেপ্টেম্বর ২০১৯

 প্রধানমন্ত্রীর নির্দেশের  পর চট্টগ্রামে  গ্রেফতার আতঙ্ক

মোয়াজ্জেমুল হক ॥ খোদ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে নিজদলীয় ও অঙ্গ সংগঠনসমূহের চিহ্নিত চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারী ও অবৈধ আধিপত্য বিস্তারকারীদের বিরুদ্ধে ইতোমধ্যে এ্যাকশন শুরু হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অবৈধ তৎপরতার নানা অভিযোগের পর তাদের তাৎক্ষণিক সরে যেতে বাধ্য করা হয়েছে। শুক্রবার পর্যন্ত দৃশ্যমান যুবলীগের কেন্দ্রীয় কয়েক নেতার বিরুদ্ধে এ্যাকশনের ঘটনা। সভানেত্রী ও প্রধানমন্ত্রী ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন তাঁর হাতে সকলের আমলনামা রয়েছে। কেউ ছাড় পাবে না। এ ঘোষণার পর কারা কারা চিহ্নিত হয়েছেন এমন আশঙ্কায় সংশ্লিষ্টদের মাঝে মহাআতঙ্ক বিরাজ করছে। ইতোপূর্বে সরকারীদল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসমূহের নেতা, কর্মী, সমর্থক এবং অন্যদল থেকে ভোল পাল্টিয়ে বিভিন্নভাবে সরকারী এ দলের বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত হওয়ার স্বপ্নেও ভাবতে পারেননি আকস্মিক এমন এ্যাকশন শুরু হবে। এটা তাদের ভূমিকম্পের চেয়েও বেশি নাড়িয়ে দিয়েছে বলে রাজনীতির আলোচনায় জোরালোভাবে উঠে এসেছে। ঢাকায় ইতোমধ্যে যুবলীগের যে ক’জন নেতাকে আটক করে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে তাদের অন্তর্নিহিত যে চিত্র বেরিয়ে এসেছে তাতে সমাজের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে বাহবা এসেছে। নন্দিত হয়েছে দল এবং দলের পরিচালনা শক্তি ও সর্বাগ্রে দলীয় সভানেত্রী। চট্টগ্রামের পুলিশ প্রশাসন সূত্রে শুক্রবার সন্ধ্যায় জানানো হয়েছে, মহানগরীতে ইতোমধ্যে সব ধরনের বাণিজ্যিক জুয়ার আসরগুলো বন্ধ করে দেয়া হয়েছে। এ অবস্থা আঁচ করতে পেরে বিভিন্ন অভিজাত ক্লাবগুলোতেও সদস্যদের আনাগোনা হ্রাস পেয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মাহবুবর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, এ মহানগরীতেও দাপুটে কিছু সন্ত্রাসী, অস্ত্রধারী, চাঁদাবাজ, অবৈধ আধিপত্য সৃষ্টিকারীর তালিকা করা হয়েছে। এদের বিরুদ্ধে শীঘ্রই পুলিশী এ্যাকশন শুরুর প্রস্তুতি চলছে। জানতে চাওয়া হলে সিএমপির অপর একটি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে তালিকাভুক্ত হয়েছে প্রায় অর্ধশত। ছাত্রলীগ, যুবলীগের পাশাপাশি সরকারী দল সমর্থিত বিভিন্ন সংগঠনের ব্যাপারে থেকে যারা এ মহানগরীর ৪১ ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে নানা অপকর্ম চালাচ্ছে বলে অভিযোগ মিলেছে তাদের চিহ্নিত করেছে। এদের আইনের আওতায় আনা সময়ের ব্যাপার মাত্র। আওয়ামী লীগ সভানেত্রী কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়ে দলের নীতি নির্ধারক মহলের সঙ্গে আলোচনায় এসব নিয়ে তার কঠোর মনোভাব প্রদর্শন এবং নির্দেশনা প্রদানের পর ইতোমধ্যে যে এ্যাকশন তৎপরতা চলছে তা অতীতের যে কোন সময়ে যে কোন সরকারের আমলের জন্য একটি রেকর্ড হিসাবে চিহ্নিত হচ্ছে।
×