ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ওস্তাদ মোমতাজ আলী স্মরণ

প্রকাশিত: ১১:১৮, ১৫ সেপ্টেম্বর ২০১৯

ওস্তাদ মোমতাজ আলী স্মরণ

স্টাফ রিপোর্টার ॥ গানের সুরে ও আলোচনায় স্মরণ করা হলো ওস্তাদ মোমতাজ আলী খানকে। শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সঙ্গীত আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে ওস্তাদ মোমতাজ আলী খান সঙ্গীত একাডেমির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। আরও বক্তব্য রাখেন সিজ্জিল আলাভী শামিম। সভাপতিত্ব করেন একাডেমির অধ্যক্ষ রূপু খান। অনুষ্ঠানে ওস্তাদ মোমতাজ আলী খান পদক প্রদান করা হয়। প্রদকপ্রাপ্তরা হলেন- সৈয়দ গোলাম আম্বিয়া, শিল্পী কানন বালা সরকার ও শিল্পী দিল আফরোজ রেবা। গোলাম কুদ্দুছ বলেন, বাংলার লোকস সঙ্গীত ও বাউল সঙ্গীতে ওস্তাদ মোমতাজ আলী খানের অসামান্য অবদান রয়েছে। সেই পাকিস্তান আমলেই বঙ্গবন্ধুকে নিয়ে গান লিখেছিলেন। মহান মক্তিযুদ্ধেও তার অবদান অপরিসীম। তিনি ওস্তাদ মোমতাজ আলী খানকে স্বাধীনতা পুরস্কার প্রদানের আহ্বান জানান। দ্বিতীয় পর্বে অনুষ্ঠানে সমবতে সঙ্গীত পরিবেশন করে একাডেমির শিল্পীরা। একক গান করেন তামান্না নিগার, শান্তা সরকার, শিপ্রা ভৌমিক, নাসরিন ফেরদৌসি চমন, রাজা হাসান, ফরিদুল হক, মোঃ ইলিয়াস সমীরণ চক্রবর্তী ও জোয়াদ বাউল।
×