ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ফিলিপিন্সে বাংলাদেশী তীরন্দাজ রোমানের বিজয়গাথা

প্রকাশিত: ১০:১৩, ১৪ সেপ্টেম্বর ২০১৯

ফিলিপিন্সে বাংলাদেশী তীরন্দাজ রোমানের বিজয়গাথা

রুমেল খান ॥ তীর-ধনুকের খেলা আরচারি। ইংরেজী ‘আরচারি’ শব্দের আভিধানিক অর্থ ধনুর্বিদ্যা বা তীরন্দাজের সৈন্যদল। আদিম যুগের মানুষেরা মাংসাশী প্রাণী শিকার করে ক্ষুধা নিবারণ ও হিংস্র প্রাণীর কবল থেকে আত্মরক্ষার জন্য উদ্ভাবন করেছিল তীর-ধনুকের মতো অস্ত্রের। পরবর্তীতে অবশ্য এ অস্ত্রটি শিকার ও নিজেকে বাঁচানোর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, পরিণত হয় মানুষ হত্যার প্রধান হাতিয়ারে। আধুনিক যুগে গুলি, বন্দুক, বোমা আবিষ্কার হওয়াতে তীর-ধনুকের গুরুত্ব আর নেই। না, আছে। সেটা খেলাধুলাতে। বিশ্বব্যাপী জনপ্রিয় খেলাগুলোর মধ্যে আরচারি হচ্ছে অন্যতম। ভুটানে তো এটি জাতীয় খেলা হিসেবেই স্বীকৃত। সেই আরচারিতে আন্তর্জাতিক নজরকাড়া সাফল্য কুড়িয়ে এনেছে লাল-সবুজের বাংলাদেশ। আর এই সাফল্যের মালিকের নাম রোমান সানা। শুক্রবার ফিলিপিন্সের মাটিতে ‘রোমান-সাম্রাজ্য’র পত্তন হলো যেন। এশিয়া কাপ ওয়ার্ল্ড আরচারি স্টেজ-৩ এ রিকার্ভ পুরুষ এককের ফাইনালে চীনের শি ঝেংকিকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক জেতেন রোমান। ক্লার্ক সিটিতে অনুষ্ঠিত রিকার্ভ পুরুষ এককের ফাইনাল ম্যাচে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হন রোমান। প্রথম সেটে ২৮-২৮ পয়েন্টে ড্র করেন। কিন্তু ২৯-২৬ পয়েন্টে হেরে যান দ্বিতীয় সেটে। ঘুরে দাঁড়ান তৃতীয় সেটেই ২৭-২৫ পয়েন্টে জিতে। চতুর্থ সেটেও জয়ের ধারা বজায় রাখেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জেতেন ২৮-২৭ পয়েন্টে। স্বর্ণজয়ের পর রোমানের অনুভূতি, ‘খেলার সময় সেরাটা দিয়েই চেষ্টা করেছি। আল্লাহর ওপর বিশ্বাস ছিল। তাই তৃতীয় সেটেই কামব্যাক করেছি।’ রোমানের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক তো দারুণ খুশি হয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরেন রোমানকে। রোমান আরও যোগ করেন, ‘প্রথম যখন আরচারিতে আসি তখন ইমদাদুল হক মিলন ভাই, শেখ সজীব ভাইকে দেখে উদ্দীপ্ত হই। জাতীয় চ্যাম্পিয়নশিপে ওনারা যখন স্বর্ণপদক জিততেন, আমিও চাইতাম। পরে তো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়েও স্বর্ণপদক জিতেছি।’ গত জুনে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত বিশ্বকাপ আরচারিতে ব্রোঞ্জপদক জিতে আলোচনায় এসেছিলেন। এবার রিকার্ভ পুরুষ এককের মতোই আরও দু’টি ইভেন্টে বাংলাদেশকে রুপা ও ব্রোঞ্জ জিততে নেতৃত্ব দেন তিনি। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে রোমান সানা, মোহাম্মদ তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেলের সমন্বয়ে বাংলাদেশ দল ফাইনালে চীনের কাছে ৫-৩ সেট পয়েন্টে হারলেও রুপা জেতে। আর রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বিউটিকে সঙ্গে নিয়ে ব্রোঞ্জ পদক ম্যাচে ৫-১ সেটে চাইনিজ তাইপেকে হারায় বাংলাদেশ। এক টুর্নামেন্টে রোমান সানার এমন কৃতিত্বে অভিভূত আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল বলেন, ‘এটা ধারাবাহিকতারই ফসল রোমান সানার। বিশ্বকাপে ব্রোঞ্জ জেতার পর তার কাছ থেকে এটা প্রত্যাশা করেছিলাম। আমাদের মুখ সে রেখেছে।’ এ নিয়ে আন্তর্জাতিক আরচারিতে অষ্টমবারের মতো স্বর্ণপদক জিতলেন রোমান। আন্তর্জাতিক আরচারিতে বাংলাদেশী হিসেবে সবচেয়ে বেশি একক স্বর্ণপদকধারী আরচার এখন পর্যন্ত তিনিই। এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ-৩তে স্বর্ণপদক জেতায় রোমান সানাকে অভিনন্দন জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, আরচারি ও হ্যান্ডবল ফেডারেশন। ২০১৬ সালের অলিম্পিকে গলফার সিদ্দিকুর রহমানের পর এবার দ্বিতীয় বাংলাদেশী ক্রীড়াবিদ হিসেবে সরাসরি অলিম্পিক গেমসে খেলার যোগ্যতা অর্জন করার কৃতিত্ব দেখান রোমান সানা। হল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে এই আরচার চমকপ্রদ সাফল্য কুড়িয়ে নেন। এর ফলে তিনি অর্জন করেন ২০২০ সালে টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা। ২০১৩, ২০১৪ এবং ২০১৬ ... টানা তিন বছর জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জেতার কৃতিত্ব আছে সুদর্শন আরচার রোমানের। রোমানের আগে ও পরে এমন কৃতিত্ব আর কোন আরচারের নেই। পাঠাকের জ্ঞাতার্থে জানাই, ২০১৫ সালে কিন্তু জাতীয় আরচারির আসর অনুষ্ঠিত হয়নি। হলে হয়তো ওই বছরও সোনা জিততেন সানা। তার আরেকটি কৃতিত্ব হলো- ২০১৪ আসরে রোমান ৩৩৫ পয়েন্ট স্কোর করে ভেঙ্গে দেন ইমদাদুল হক মিলনের ২০১০ সালে গড়া ৩৩৩ পয়েন্টের জাতীয় রেকর্ড। তার এই রেকর্ড এখনও অক্ষুণ্ণ। খুলনার ছেলে রোমান। বাগালির কয়রাতে তার গ্রামের বাড়ি। বাবা চাকরিজীবী আব্দুল গফুর সানা এবং গৃহিণী মা বিউটি বেগমের ২ ছেলে, ১ মেয়ের মধ্যে সবার ছোট রোমান। তার জন্ম খুলনায়, ৮ জুন, ১৯৯৫ সালে। তিনি ক্রিকেট-ফুটবলই বেশি খেলতেন। ভালই খেলতেন। খুলনার যে স্কুলে পড়তেন নবম শ্রেণীতে (স্কুলের নাম শিশু মাধ্যমিক উচ্চ বিদ্যালয়), সে স্কুলের সহ-সভাপতি হাসান স্যার (তার পুরো নামটি মনে নেই রোমানের)। ২০০৮ সালের কথা। এক সপ্তাহের জন্য বিকেএসপির একটি যুব প্রশিক্ষণ ক্যাম্প হবে খুলনায়। হাসান স্যার রোমানকে আরচারি খেলা সম্পর্কে ধারণা দেন এবং ট্রায়াল দিতে উৎসাহিত করেন। তার কথা শুনে ট্রায়াল দেন রোমান
×