ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে স্বামীর মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

প্রকাশিত: ১২:১২, ৬ সেপ্টেম্বর ২০১৯

খাগড়াছড়িতে স্বামীর মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ির গুইমারায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শিশু সন্তানকে শ^াসরোধ করে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদ- ও দুজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার দুপুর ১২টায় খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা আলমগীর হোসেন এ রায় দেন। উল্লেখ্য, ২০১৬ সালের ২২ মার্চ রাতে গুইমারা উপজেলার বড়পিলাক এলাকায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ মাজেদা বেগম ও ছয় মাসের পুত্র সন্তান রিদোয়ান আহম্মেদকে শ^শুর শাশুড়ির সহযোগিতায় শ^াসরোধে হত্যা করে স্বামী মোঃ ছাবের আলী। রাষ্ট্রপক্ষের ১৬ সাক্ষীর সাক্ষ্যতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দ-বিধি ৩০২ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আসামি মোঃ ছাবের আলীকে মৃত্যুদ- ও ৫০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। এছাড়া দ-বিধি ৩৪ ধারায় সহযোগিতার দায়ে শ^শুর মাহবুব আলী ও শাশুড়ি রেণু আরা বেগমকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকার অর্থদ- অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদ- প্রদান করা হয়। এই মামলার অপর আসামি মোঃ শাহজাহান নির্দোষ প্রমাণিত হওয়ায় বেকসুর খালাস দেয় আদালত।
×