ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

চবিতে ফরেস্ট্রি শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৯:২৪, ২৭ আগস্ট ২০১৯

চবিতে ফরেস্ট্রি  শিক্ষার্থীদের  বিক্ষোভ

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমান অর্ডিন্যান্স বাতিলসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ করেছে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টা থেকে শতাধিক শিক্ষার্থী ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের একাডেমিক ভবনে অবস্থান নিয়ে নিজেদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিয়েছেন। শিক্ষার্থীদের দাবি- প্রহসনের অর্ডিন্যান্স বাতিল করে বিভিন্ন কোর্সে অকৃতকার্য শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল না করে ক্রেডিট লস সিস্টেম চালু করা, বর্তমানে বাতিল হওয়া দুই শিক্ষার্থীর ছাত্রত্ব ফিরিয়ে দেয়া, শিক্ষকদের ক্লাস রুটিন অনুযায়ী যথাসময়ে ক্লাস নেয়া, সেমিস্টার শুরু হওয়ার পূর্বে সকল প্রকার ব্যবহারিক ক্লাস ও টিউটোরিয়াল পরীক্ষা শেষ করা, সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ফল প্রকাশ করা এবং রানিং মাস্টার্স কোর্স চালু করা। আন্দোলনকারী শিক্ষার্থী আসিফ মঈনুদ্দিন জনকণ্ঠকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ বিভাগে ক্রেডিট লস সিস্টেম চালু থাকলেও, এই ইনস্টিটিউশনের ৫৮টি কোর্সের কোনটিতে এক ছাত্র দুইবার অকৃতকার্য হলে তার ছাত্রত্ব বাতিল হয়ে যায়। যা শিক্ষার্থীদের জন্য চরম বৈষম্যমূলক।
×