ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জরাজীর্ণ কাঠেরপুলই ভরসা ৭ গ্রামের মানুষের

প্রকাশিত: ০৮:৩৮, ১৭ আগস্ট ২০১৯

 জরাজীর্ণ কাঠেরপুলই ভরসা ৭ গ্রামের  মানুষের

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোড়েলগঞ্জে জিউধরা ইউনিয়নের ডেউয়াতলা পদ্মপুকুর পাড়ের খালের সংযোগ সড়কে পারাপারের কাঠের পুলটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। ভাঙ্গা এ পুলটি ৭ গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা। এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। স্কুল-কলেজ শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কুরুপের ধাইড়, পদ্মপুকুর পাড়, ডেউয়াতলা, সংযোগ খালের জরাজীর্ণ পুল দিয়ে প্রায় ৫ হাজার মানুষের চলাচল। চারাখালি, ডেউয়াতলা, হাওলার ডাঙ্গা, গাজি বাড়ি, সরর্দার পাড়া, সনিরজোড়, ফুলহাতা ও ঘষিয়াখালী গ্রামের শিশু শিক্ষার্থীসহ সকল মানুষের যাতায়াতের মাধ্যম। এ পুল পার হয়ে প্রতিদিন ছাত্রছাত্রীরা পাঠদানের জন্য যাচ্ছেন শিক্ষাপ্রতিষ্ঠানে সোমাদ্দারখালী দক্ষিণ বাংলা কলেজ, টেকনিক্যাল কলেজ, হাজী রাজাউল্লাহ্ মাধ্যমিক বিদ্যালয়, পূর্ব কুরুপের ধাইড় সরকারী প্রাথমিক বিদ্যালয়, ডেউয়াতলা কেসি মাধ্যমিক বিদ্যালয়, ডেউয়াতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও খনিরখ- দাখিল মাদ্রাসা। এ ছাড়াও রয়েছে ৩টি মসজিদ ও শিশু শিক্ষার্থীদের জন্য একটি কিন্ডারগার্টেন। ভোগান্তির শিকার গ্রামবাসী হামিদ আলী, সত্তার হাওলাদার, জাহাঙ্গীর শেখ, শাহাজাহান শেখ, অনিল ম-ল বলেন, ১০/১২ বছর আগে ইউনিয়ন পরিষদের মাধ্যমে এ কাঠের পুলটি নির্মাণ করা হয়। দুই বছর আগে কয়েকখানা কাঠের তকতা দিয়ে নামমাত্র সংস্কার করা হয়েছিল, আর কিছুই করা হয়নি। কাঠের পুলটির পরিবর্তে এখানে দ্রুত কালভার্ট নির্মাণের দাবি জানান এলাকাবাসী। জিউধরা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা বলেন, তিনি নির্বাচিত হওয়ার পর ইউনিয়ন পরিষদের মাধ্যমে একবার পুলটি সংস্কার করা হয়েছিল। পুনরায় সংস্কারের জন্য পরিষদের সভা করে রেজ্যুলেশন আকারে এলজিএসপিতে বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই জনগুরুত্বপূর্ণ এ পুলের কাজ শুরু করা হবে।
×