ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজার ॥ ২৭ হাজার কোটি টাকা লুটের নিন্দা, জড়িতদের শাস্তি দাবি

প্রকাশিত: ১১:৪৬, ৬ আগস্ট ২০১৯

পুঁজিবাজার ॥ ২৭ হাজার  কোটি টাকা লুটের নিন্দা, জড়িতদের শাস্তি দাবি

স্টাফ রিপোর্টার ॥ পুঁজিবাজার থেকে ২৭ হাজার কোটি টাকা লুটপাটের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তি ও গ্রেফতারের দাবি করেছে গণফোরাম। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে মানববন্ধন ও প্রতিবাদী অবস্থান কর্মসূচী পালন করে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন দলটি। নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি এ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতি পরিষদ সদস্য মেসবাহউদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম, সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন, খান সিদ্দিকুর রহমান, নাছির হোসেন, শাহ নুরুজ্জামান, জাহাঙ্গীর হাসান ও মুহাম্মদ উল্লাহ মধু। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্যপরিষদের সভাপতি মিজানুর রশীদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক নুরুল হক, প্রচার সম্পাদক মিজানুর রহমান সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। সুব্রত চৌধুরী স্টক এক্সচেঞ্জের সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের অবিলম্বে বহিষ্কার ও গ্রেফতার দাবি করেন। তিনি আরও বলেন, অবৈধ সরকার, ভোট চোর সরকারকে পদত্যাগে বাধ্য করে একটি সত্যিকারের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা হলে, শেয়ারবাজারসহ সব ক্ষেত্রে শৃঙ্খলা ফিরে আসত। পুঁজিহারা সর্বস্বান্ত, ডেঙ্গু দ্বারা আক্রান্ত, মানুষ অবহেলিত, বন্যা কবলিত। বাঁচার উপায় নাই, দেশ আজ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। নেতৃবৃন্দ বলেন, সরকার কোন কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না। বন্যায় দেশজুড়ে আক্রান্তদের মধ্যে রীতিমতো হাহাকার চলছে।
×