ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নড়াইলে জোড়া খুনের বিচার দাবি

প্রকাশিত: ০৮:৪০, ১৭ জুলাই ২০১৯

নড়াইলে জোড়া খুনের বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১৬ জুলাই ॥ কালিয়া উপজেলার নড়াগাতি থানার কান্দুরী গ্রামে দুইজনকে হত্যার ঘটনায় দোষীদের গ্রেফতারসহ বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কলাবাড়িয়া ইউনিয়নবাসীর উদ্যোগে কান্দুরী গ্রামে এসব কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন হত্যা মামলার বাদী আইচপাড়ার জসিম মোল্লা, নিহত ইমান আলীর বোন সালমা বেগম, নিহত আবুল বাশার রুকুর মা ও স্ত্রী। বক্তারা বলেন, এলাকায় আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০১৮ সালের ৬ ডিসেম্বর ভোরে নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের কান্দুরী গ্রামে ধানকাটার সময় ইমান আলী মোল্লা (৩৫) ও আবুল বাশার রুকু মোল্লাকে (৩৪) প্রতিপক্ষের ইলিয়াস মোল্লা ও গোলাম তালুকদারসহ তার লোকজন নির্মমভাবে কুপিয়ে এবং গুলি করে হত্যা করে। ইমান কলাবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি এবং রুকু ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। এছাড়া শটগানের গুলিতে ও কুপিয়ে অন্তত পাঁচজনকে গুরুতর আহত করা হয়। ওই দু’জনকে হত্যাসহ আহতের ঘটনায় ১০৫ জনকে আসামি করে নড়াগাতি থানায় মামলা দায়ের করেন জসিম মোল্লা। এর মধ্যে ৯৭ জন জামিনে আছেন বলে জানান তিনি (জসিম)। মামলার বাদী অভিযোগ করেন, আসামি নাজমুল হুদা, জাহিদ শেখসহ অন্যরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতার করছে না পুলিশ। হত্যাকা-ের সাত মাস অতিবাহিত হলেও তাদের গ্রেফতার করা হয়নি। এমনকি মামলা তুলে নিতে বাদী জসিম মোল্লাকে বিভিন্ন সময়ে হুমকি দেয়া হচ্ছে। গত ১৩ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে কান্দুরী গ্রামের তিতু মোল্লার বাড়ির কাছে জসিমের পথরোধ করে ওই গ্রামের রাবু মোল্লা, মিজান চৌধুরী, অকিদুর চৌধুরী, আলিম মোল্লা, জিয়ার মোল্লা, জুবায়ের মোল্লা, সজিব মোল্লা, সাজিদ তালুকদার ও সাকিব তালুকদার তাকে (জসিম) রামদাসহ ধারালো অস্ত্র দিয়ে মামলা তুলে নিতে হুমকি দেয়। মামলা না তুললে মেরে ফেলার কথাও বলে তারা। এ ঘটনায় জসিম গত ১৮ এপ্রিল নড়াগাতি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে এ হত্যা মামলার আসামি কান্দুরী গ্রামের ইলিয়াস মোল্লা (৫০), গোলাম তালুকদার (৫৫), মিজান চৌধুরী (৩৫), সবিজ মোল্লা (৩০) ও রউফ মোল্লা (৪৫) জামিনে বেরিয়ে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি বাদীপক্ষের লোকজনকে বিভিন্ন সময়ে হুমকি দিয়েছে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াগাতি থানার এসআই খান মাহবুব জানান, মঙ্গলবার আদালতে এ হত্যা মামলার অভিযোগপত্র দেয়া হয়েছে। আসামিদের প্রকাশ্যে ঘুরে বেড়ানোর অভিযোগও সঠিক নয়। এছাড়া বাদীকে হুমকি দেয়ার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। মাদারীপুর নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, আলোচিত মাদ্রাসা ছাত্রী দিপ্তি আক্তার (১৫) হত্যার বিচার দাবিতে মঙ্গলবার সকালে সদর উপজেলার চরনাচনার বলাইরচর শামসুন্নাহার বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে। মানববন্ধনে দিপ্তির সহপাঠী ও মাদ্রাসার শিক্ষকরা বলেন, ‘যে বা যারা নৃশংসভাবে দিপ্তিকে হত্যা করেছে তাদের অতি দ্রুত চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। দিপ্তিকে শারীরিকভাবে নির্যাতন করে যেভাবে হত্যা করেছে তা খুবই অমানবিক। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্কেল আলী মোল্লা, মাদ্রাসার সুপার মাওলানা খলিলুর রহমান, শিক্ষক কর্মচারী ও মাদ্রাসার ২ শতাধিক ছাত্রী। উল্লেখ্য, নিখোঁজের দুইদিন পর শনিবার সন্ধ্যার সময় মাদারীপুর শহরের পাকদী এলাকা থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমদিন মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। রবিবার এ সংবাদ ছড়িয়ে পড়লে তার পরিচয় পাওয়া যায়। নিহত কিশোরী মাদারীপুর সদর উপজেলার চরনাচনা গ্রামের মজিবর ফকিরের মেয়ে দিপ্তি আক্তার (১৫)। সে ওই মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল। ভোলা নিজস্ব সংবাদদাতা, ভোলা থেকে জানান, গৃহবধূ বর্ণালী মজুমদার বন্যা হত্যার সুষ্ঠু তদন্ত, বিচার ও পুলিশের মামলা নিতে গড়িমসির প্রতিবাদে বোরহানউদ্দিন উপজেলায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১টায় উপজেলা সদরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বর্ণালীর সহপাঠী বোরহানউদ্দিন সরকারী আব্দুল জব্বার কলেজে, বোরহানউদ্দিন সরকারী মাধ্যমিক বিদ্যালয় ও বোরহানউদ্দিন মহিলা ডিগ্রী কলেজের কয়েক শত শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। এ সময় পৌর শহরের প্রায় ২ কিলোমিটার এলাকা স্থবির হয়ে পড়ে। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন সরকারী আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষ এসএম গজনবী, সহকারী অধ্যাপক রাখাল চন্দ্র মিস্ত্রী, বোরহানউদ্দিন হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অনীল চন্দ্র দাস, বোরহানউদ্দিন উপজেলা মাধ্যামিক শিক্ষক সমিতির সম্পাদক মোঃ বশির উল্লাহ্, বোরহাউদ্দিন সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক শাহ্ মোঃ নোমান প্রমুখ। এ সময় বক্তারা বর্ণালী হত্যার সুষ্ঠু তদন্তে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ঢাকা ডিএমপি কমিশনার অফিসে কর্মরত এসআই দীপক ভূমিকার নিন্দা জানিয়ে বলেন, বর্ণালী হত্যার রাতেই বর্ণালীর স্বামী মিথুন দে (রাহুল) এর খালাত ভাই এসআই দীপক যাতে রামপুরা থানায় মামলা না হতে পারে তার জন্য আগেভাগেই বর্ণালীর লাশ হাসপাতাল মর্গে ফেলে রেখে মিথুনকে থানায় নিয়ে আটকের নাটক সাজায়। বর্ণালীর পরিবার থানায় মামলা দিতে গেলে রামপুরা থানা-পুলিশের আচরণের নিন্দা করে তারা অবিলম্বে বর্ণালী হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন অন্যথায় বৃহত্তর কর্মসূচী দেয়া হবে বলে হুমকি দেন।
×