ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পথের কাঁটা সরাল কাকাতুয়া !

প্রকাশিত: ১০:২০, ৭ জুলাই ২০১৯

 পথের কাঁটা সরাল  কাকাতুয়া !

পাখির দল বহুতল ভবনের জানালার কার্নিশে বসে প্রায়ই মলত্যাগ করে সৌন্দর্য নষ্ট করে। সেটা বিবেচনায় নিয়েই অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বাড়িটির মালিক কার্নিশে দিয়েছিলেন বার্ড স্পাইক (পাখিকে বসতে না দেয়ার জন্য প্লাস্টিক বা শক্ত কিছু দিয়ে বানানো বেষ্টনী)। তবে ওই স্পাইককে ভয় না পেয়ে বরং স্পাইককে সরিয়েই সে কার্নিশে বসেছে। ধারালো ঠোঁটে স্পাইককে ভেঙ্গেই নিজের ‘পথের কাঁটা’ সরাল সে। ওই কাকাতুয়ার এমন ‘স্মার্ট’ কাণ্ডের ভিডিওটি ছড়িয়ে পড়েছে অনলাইনে। সেই ভিডিও যাচাই করে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটেনভিত্তিক একটি সংবাদমাধ্যম। ভিডিওটিতে দেখা যায়, সাদা রঙের কাকাতুয়াটি তার বাঁকানো ঠোঁট দিয়ে জানালায় থাকা শক্ত স্পাইকগুলো টেনে তুলেছে। পরে সে স্পাইক ধারালো ঠোঁটে ছোট টুকরো করে নিচে ফেলে দিচ্ছে। পাশের একটি ভবনের বাসিন্দা আইজ্যাক শেরিং-তিতো তখন ওই ভবনের সামনে দিয়ে যাচ্ছিলেন। কাকাতুয়াটির কাণ্ড দেখে তার চোখ কপালে ওঠার দশা। তখনই তিনি সেই ভিডিওটি ধারণ করেন। ভিডিওটি অনলাইনে প্রকাশ করতেই ভাইরাল হয়ে যায়। অনেকে পাখিটির ‘বুদ্ধির’ প্রশংসা করেন। অনেকে কাকাতুয়ার চঞ্চলতার বিষয়টি স্মরণ করিয়ে দেন। -ওকেই নিউজ
×