ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

খাদ্যের মান নিয়ন্ত্রণ

বিএসটিআইর কার্যক্রম নিয়ে হাইকোর্টের অসন্তোষ

প্রকাশিত: ০৯:২৯, ১০ মে ২০১৯

 বিএসটিআইর কার্যক্রম নিয়ে হাইকোর্টের অসন্তোষ

স্টাফ রিপোর্টার ॥ খাদ্যের মান নিয়ন্ত্রণের প্রশ্নে বিএসটিআই’র কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। একইসঙ্গে নিরাপদ দুধ নিশ্চিত করতে বিএসটিআই’র কাউন্সিল ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাউন্সিলের কার্যপরিধি কী তা জানাতে নির্দেশ দিয়েছে আদালত। পাস্তুরিত তরল দুধের মাননিয়ন্ত্রণ নিয়ে দায়ের করা এক রিটের শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মোঃ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। পাশাপাশি আগামী ২৪ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী মোঃ তানভীর আহমেদ। বিএসটিআইয়ের পক্ষে ছিলেন আইনজীবী মোঃ রাশিদুল হাসান এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে ছিলেন আইনজীবী ফরিদুল ইসলাম।
×