ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহ সিটিতে আজ নির্বাচন, শুধু কাউন্সিলর পদে ভোট

প্রকাশিত: ০৯:১৮, ৫ মে ২০১৯

ময়মনসিংহ সিটিতে আজ নির্বাচন, শুধু কাউন্সিলর পদে ভোট

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) নির্বাচনে ভোট রবিবার। এজন্য সকল আয়োজন ও প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রথমবারের এই নির্বাচনে সিটির সম্প্রসারিত ১২ ওয়ার্ডসহ ৩৩ ওয়ার্ডের ১২৭ কেন্দ্রে ভোট নেয়া হবে ইভিএম পদ্ধতিতে। মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এই পদে কোন ভোট হচ্ছে না। তবে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে কেবল ভোট হবে। নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে একজন নারী প্রার্থীসহ মোট ২৪২ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ২ লাখ ৯৬ হাজার ১০৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে শেষ মুহূর্তের প্রচার প্রার্থীরা চরম বিড়ম্বনার শিকার হয়েছেন। গত শুক্রবার দুপুর থেকে শনিবার পর্যন্ত বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে বাধাগ্রস্ত হয়েছে প্রার্থীদের প্রচার। ভোটাররাও পড়েন দুশ্চিন্তায়। এ সময় ময়মনসিংহে প্রায় ৭০ মিমি বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় খামারবাড়ি। রবিবার ভোট গ্রহণের দিন আবহাওয়া স্বাভাবিক থাকলে ভোটাররা আনন্দ ও উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে ভোট দিতে আসবেন বলে আশা করছেন নির্বাচন কমিশনের স্থানীয় কর্মকর্তারা। যদিও মেয়র পদে ভোট না হওয়ার কারণে ভোটারের উপস্থিতি কম হতে পারে বলে নির্বাচনের শুরু থেকেই আশঙ্কা স্থানীয়দের। ইভিএম নিয়েও ভোটারদের মধ্যে রয়েছে নানা শঙ্কা। গত ২০১৮ সালের ১৩ অক্টোবর ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণার পর এটিই হচ্ছে প্রথম নির্বাচন। তফসিল ঘোষণার পর সাবেক ২১ ও সম্প্রসারিত ১২ সহ মোট ৩৩ ওয়ার্ডে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে। ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরাও ছিলেন সোচ্চার ও উজ্জীবিত। কিন্তু তফসিল ঘোষণার পর বিএনপি ও জামায়াতসহ প্রধান রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে অংশ না নেয়ায় শুরুতেই ভাটা পড়ে নির্বাচনী আমেজের।
×