ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মোদি ক্ষমতায় আসবেন না ॥ রাজস্থানের মুখ্যমন্ত্রী

প্রকাশিত: ১০:৪০, ৩ মে ২০১৯

 মোদি ক্ষমতায়  আসবেন না ॥ রাজস্থানের  মুখ্যমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ রাজস্থানের মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা অশোক গেলহট বলেছেন, চলতি লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক এ্যালায়েন্স (এনডিএ) ফের ক্ষমতায় আসতে পারবে না। বুধবার ইন্ডিয়া টুডে টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন। ১৭তম লোকসভা নির্বাচনের পরবর্তী দফা ভোটগ্রহণ সোমবার অনুষ্ঠিত হবে। তবে চতুর্থ দফায় যে লোকসভার যে ১২ আসনে ভোটগ্রহণ করা সম্ভব হয়নি রবিবার ওই আসনগুলোতে ভোট নেয়া হবে। ইন্ডিয়া টুডে, ফিনান্সিয়াল এক্সপ্রেস ও ওয়েবসাইট। গেলহট বলেন, মোদি আর ক্ষমতায় ফিরছেন না, এটাই বাস্তব। ধর্ম, সেনাবাহিনী ও জাতীয়তাবাদ তার পুঁজি। এগুলো অবলম্বন করে তিনি ভোটারদের বাজিমাত করছেন। কংগ্রেসের এই সিনিয়র নেতা বলেন, এখনকার ভোটাররা খুবই সচেতন। তাদের কাছে বর্তমান সময়ের ইস্যুগুলো গুরুত্বপূর্ণ। জাতীয়তাবাদের মতো ইস্যু দিয়ে তাদের প্রভাবিত করা যাবে না। তিনি নাম উল্লেখ না করে বলেন, রাজস্থানে কেন্দ্রীয় সরকারের চারজন মন্ত্রী এবারের নির্বাচনে হেরেও যেতে পারেন। এদিকে উত্তর প্রদেশের অযোধ্যায় নির্বাচনী প্রচারে গিয়ে নরেন্দ্র মোদি বলেছেন, ‘পদ্মফুলে ভোট দিলেই দেখবেন, আপনার ভেতরে ঘুমিয়ে থাকা সেনা জেগে উঠেছে। যে কিনা দেশের জন্য হাসতে হাসতে প্রাণও দিতে পারে।’ যদিও পুলওয়ামা-বালাকোট প্রসঙ্গ টানা যাবে না বলে আগেই সতর্ক করেছিল জাতীয় নির্বাচন কমিশন। মোদি কিন্তু শেষ পর্যন্ত সে পথেই গেলেন। ২০১৪-এ ক্ষমতায় আসার পরে এই প্রথম সেখানে গেলেন মোদি। কিন্তু একবারও রামমন্দিরের প্রসঙ্গ তুললেন না। শুধু বক্তৃতার শেষটা করলেন, ‘জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে। তিনি বলেন, ‘আপনার একটা ভোটই সন্ত্রাস শেষ করবে।’ তার কথায়, দেশ সুরক্ষিত হলেই স্বপ্নপূরণ হবে দেশবাসীর। কংগ্রেসের আমলে সন্ত্রাসদমনে কিছুই করা হয়নি বলে মন্তব্য করেন তিনি। মোদি বলেন, ‘কংগ্রেস, এসপি, বিএসপি সবাই একটা সময়ে সন্ত্রাস নিয়ে যে ভাবে নরম মনোভাব দেখিয়েছে, তারই ফল ভুগতে হয়েছে আমাদের। দেশের সুরক্ষা নয়, ওদের প্রাধান্য শুধু যে ভাবে হোক ক্ষমতা দখল।’ তিনি এদিন মধ্যপ্রদেশেও সমাবেশ করেন। সেখানে অবশ্য তিনি আগাগোড়া নিশানা করেন কংগ্রেসকে। মোদি বলেন, ‘কংগ্রেস আমাকে এতটাই ঘৃণা করে যে, স্বপ্ন দেখছে মোদিকে খুন করার। কিন্তু ওরা ভুলে যাচ্ছে যে মধ্যপ্রদেশসহ গোটা দেশ এখন আমার হয়েই ব্যাট করছে।’ সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব বৃহস্পতিবার বলেছেন কংগ্রেস আর বিজেপির মধ্যে কোন তফাত নেই। কংগ্রেসকে বিজেপির বি টিম বলে কটাক্ষ করেন ‘ভাইয়াজি’। তিনি বলেন, যা কংগ্রেস তাই বিজেপি। তিনি এদিন সরাসরি কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর মন্তব্যের জবাব দেন। কদিন আগে প্রিয়াঙ্কা বলেন, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কংগ্রেস বুঝেশুনে বাছাই করেছে। এমন সব প্রার্থী দেয়া হয়েছে যারা জিততে পারবে কিংবা বিজেপির ভোট কাটতে সক্ষম। অখিলেশ বলেন, কোন দলই কোন দুর্বল প্রার্থী দেয় না। কংগ্রেস যে এই ধরনের কিছু করেছে তা বিশ্বাস করেন না তিনি। কংগ্রেসকে সমর্থন করার মতো গ্রহণযোগ্যতা নেই। তাই তারা এখন অনেক কিছুই বলবে। অখিলেশ বলেন, বিজেপি যেভাবে ইডি, সিবিআইকে ব্যবহার করে সন্ত্রাস তৈরি করতে চাইছে তা তারা শিখেছে কংগ্রেসের থেকেই।
×