ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় চোর সন্দেহে পিটুনিতে যুবক নিহত

প্রকাশিত: ০৯:১০, ২৮ এপ্রিল ২০১৯

চুয়াডাঙ্গায় চোর সন্দেহে পিটুনিতে যুবক নিহত

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২৭ এপ্রিল ॥ চুয়াডাঙ্গা শহরের রেলবাজারে দোকানে টিন কেটে চুরি করার সন্দেহে পিটুনিতে ফারুক (২২) নামের এক যুবক নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। নিহত ফারুক চুয়াডাঙ্গা শহরের থানা কাউন্সিলপাড়ার আবু বকর সিদ্দিকীর ছেলে। শনিবার সকাল ৭টার দিকে সদর হাসপাতালে গুরুতর অবস্থায় ফারুককে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে সে মারা যায়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান জানান, শুক্রবার রাত ৩টার দিকে শহরের রেলবাজারে দোকানে টিন কেটে চুরির করতে আসে একদল চোর। এ সময় নৈশপ্রহরী ও এলাকাবাসী টের পেয়ে পুলিশে খবর দেয়। অন্যরা পালিয়ে গেলেও ফারুককে আটক করে সেখানে উপস্থিত সকলে পিটুনি দেয়। ওই সময় সে আহত হয়ে পড়লে পুলিশ তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ডাঃ আওলিয়ার রহমান ফারুককে মৃত ঘোষণা করেন। ছিনতাইয়ের শিকার ৫০ চবি শিক্ষার্থী চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় চালন্দা গিরিপথের গহিন অঞ্চলে ছিনতাইকারীদের আক্রমণের শিকার হয়েছে বিশ্ববিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী। এ সময় রামদার আঘাতে কয়েকজন ছাত্র আহত হয়। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার দুপুর একটার দিকে এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান, যোগাযোগ ও সাংবাদিকতা এবং ক্রিমিনোলজি এ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ছাত্রছাত্রী। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, অন্তত ২৫টি মোবাইল, হাতঘড়ি, প্রায় বিশ হাজার টাকা ও ব্যাগ কেড়ে নেয়। আহত শিক্ষার্থীরা হলেন- নৃবিজ্ঞান বিভাগের আনোয়ার হোসেন, আল-আমিন, মনির, সৌরভ ও স্বচ্ছ। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, আগে থেকে ওঁৎ পেতে থাকা অন্তত ১৫ সন্ত্রাসী দুই রাউন্ড গুলি করে। তাদের কাছে তিনটি বন্দুক ও প্রায় ছয়টি রামদা ছিল।
×